‘মেসি আর্জেন্টিনার আত্মা, আমরা তাকে ভালো রাখতে পারিনি’

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:৫২ পিএম, ১৯ জুলাই ২০১৮

দীর্ঘ সময় ধরে আর্জেন্টিনা বড় টুর্নামেন্ট জিততে পারছে না। দায়টা কি শুধু লিওনেল মেসির? এবারের বিশ্বকাপে আরও একবার শূন্য হাতে বিদায় নেয়ার পর সেই হতাশামোড়া চেহারাতেই দেখা গেছে বার্সেলোনা সুপারস্টারকে। ভাঙা হৃদয় নিয়ে কি আরেকটি বিশ্বকাপ খেলবেন মেসি, নাকি রণে ভঙ্গ দেবেন? আর্জেন্টাইন স্ট্রাইকার কার্লোস তেভেজ এমন আবেগী কোনো সিদ্ধান্ত নিতে নিষেধ করলেন মেসিকে। মনে করিয়ে দিলেন, তিনি এই দলটির আত্মা।

তেভেজ মনে করছেন, আর্জেন্টিনা দলে ব্যর্থতার দায়টা আসলে তাদেরই। মেসির মতো একজন বিশ্বসেরা খেলোয়াড়কে খুশি রাখতে না পারায় তারাই ব্যর্থ, বলছেন এই ফরোয়ার্ড, ‘আমার মনে হয়, লিওর নিজেকে নিয়ে ভাবা উচিত। তার বোঝা উচিত, যদি একটা জায়গা তাকে খুশি রাখতে না পারে, যদি তাকে স্বস্তি দিতে না পারে, তবে আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করার দায়িত্ব নেয়া তার জন্য কঠিন। আমরা অনেকটা সময় নষ্ট করেছি, তাকে খুশি রাখতে পারিনি। তাকে তার লক্ষ্যপূরণে সহযোগিতা করতে পারিনি। আমার মনে হয়, ভুলটা আমাদেরই। আমরা তাকে ভালো থাকতে দেইনি।’

বিশ্বকাপে ব্যর্থতার পর একদম চুপ করে গেছেন মেসি। মিডিয়ার সামনে আসছেন না। কোনো কথাও বলছেন না। তেভেজ মনে করছেন, বার্সা তারকার এভাবে নিজেকে গুটিয়ে রাখা ঠিক নয়। বরং সব দুঃখ ঝেড়ে আবারও মাঠে নামা উচিত। বোকা জুনিয়র্স ফরোয়ার্ড তার সতীর্থের উদ্দেশ্যে বলেন, ‘এখন (আমি তাকে বলব) বিশ্রাম নাও, মাথা ঠান্ডা করো। ভালো থাকার চেষ্টা করো। এরপর তাকে আমাদের দায়িত্বে ও মাঠের খেলায় দরকার পড়বে।’

এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।