আমি একজন ফিলিস্তিনি : ম্যারাডোনা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:৪৪ পিএম, ১৮ জুলাই ২০১৮

রাশিয়া বিশ্বকাপের ফাইনালে বিশ্ব নেতাদের সঙ্গে আমন্ত্রিত ছিলেন ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। লুঝনিকি স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনাল দেখতে গিয়ে আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার সঙ্গে সাক্ষাৎ হয় প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের। সেখানেই ফিলিস্তিনি প্রেসিডেন্টকে জড়িয়ে ধরেন ফুটবল সম্রাট।

স্বল্প সময়ের সাক্ষাতেই ফিলিস্তিনের নির্যাতিত জনগনের পাশে সব সময় থাকার ঘোষণা দেন ম্যারাডোনা। যুগের পর যুগ সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েলের নির্যাতনের শিকার ফিলিস্তিনের প্রতি সমর্থণ জানানো ঘোষণা দেন আর্জেন্টাইন কিংবদন্তি। পরে ইনস্টাগ্রামে ম্যারাডোনা লিখে দেন, ‘আমি একজন ফিলিস্তিনি।’ একই সঙ্গে তিনি মুক্ত ফিলিস্তিনের আহ্বানও জানান।

Maradona

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মাহমুদ আব্বাসের সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করে ম্যারাডোনা লেখেন, ‘এই লোকটি চায় শান্তি এবং মুক্ত ফিলিস্তিন। মিস্টার প্রেসিডেন্ট আব্বাস, একটি সঠিক এবং শান্তিপূর্ণ রাষ্ট্র গঠন করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।’

আইএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।