পদত্যাগ করলেন আইসল্যান্ডের ইতিহাস গড়া কোচ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:৫১ পিএম, ১৭ জুলাই ২০১৮

সদ্য সমাপ্ত ফুটবল বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বাদ পড়েছিল আইসল্যান্ড। জিততে পারেনি কোন ম্যাচেই। তবু তাদের বিশ্বকাপে অংশগ্রহণই ছিল একটি ইতিহাস। বিশ্বের সবচেয়ে কম জনসংখ্যার দেশ হিসেবে বিশ্বকাপে খেলার ইতিহাস।

এই ইতিহাস গড়ার যে মূল কারিগর ছিলেন সেই কোচ হেমির হালরিমসন আর আইসল্যান্ডের ফুটবল দলের কোচ হিসেবে থাকছেন না। বিশ্বকাপ শেষে নিজেই জাতীয় দলের কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন। এ খবর নিশ্চিত করেছে আইসল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন।

আনুষ্ঠানিক এক টুইট বার্তায় আইসল্যান্ডের ফুটবল ফেডারেশন লিখে, ‘আইসল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন নিশ্চিত করছে যে হেমির হালরিমসন আর জাতীয় ফুটবল দলের কোচ থাকছেন না। তিনি নিজেই অনুরোধ করে ৭ বছর ধরে পালন করা এই দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন।’

দীর্ঘ ৭ বছরে আইসল্যান্ডের ফুটবলের উত্থানের মূল কারিগর ছিলেন হালরিমসন। তার অধীনে ২০১৪ সালের বিশ্বকাপ খেলার খুব কাছে চলে গিয়েছিল আইসল্যান্ড। ২০১৬ সালের ইউরোতে খেলেছিল কোয়ার্টার ফাইনালে। আর সবশেষ ২০১৮ সালের বিশ্বকাপে অংশ নিয়ে ইতিহাসই গড়েছে আইসল্যান্ড।

এসএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।