বিশ্বকাপ ফাইনালের মেডেল পাচ্ছে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:৪২ পিএম, ১৪ জুলাই ২০১৮

আর্জেন্টিনার এবারের বিশ্বকাপ অধ্যায় শেষ হয়েছে দ্বিতীয় রাউন্ডেই। ফ্রান্সের কাছে ৪-৩ ব্যবধানে হেরে নত মাথায় বাড়ি ফেরে আর্জেন্টিনা। ২০১৪ সালেরা রানার্সআপ দলটির এমন অবস্থাতেই হতাশ পুরো ফুটবল বিশ্ব। তবে আর্জেন্টিনার জন্য সুসংবাদ হচ্ছে বিশ্বকাপ ফাইনালের মেডেল পাচ্ছে আর্জেন্টিনা।

শুনতে অবাক লাগলেও এমনটা হতে যাচ্ছে এবারের রাশিয়া বিশ্বকাপে। ২০১৮ বিশ্বকাপের ফাইনাল ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন আর্জেন্টাইন রেফারি নেস্তর পিতানা। এই পিতানাই ম্যাচ শেষে আর্জেন্টিনার একমাত্র প্রতিনিধি হিসেবে বিশ্বকাপ ফাইনালের মেডেল পেতে যাচ্ছেন।

২০১০ সালে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করা পিতানা চলতি বিশ্বকাপে এখনো পর্যন্ত ৪টি ম্যাচ পরিচালনা করেছেন। স্বাগতিক রাশিয়া ও সৌদি আরবের মধ্যকার উদ্বোধনী ম্যাচ পরিচালনার দায়িত্ব ছিল তারই কাঁধে। এছাড়া গ্রুপ পর্বে মেক্সিকো-সুইডেন, দ্বিতীয় রাউডে ক্রোয়েশিয়া-ডেনমার্ক ও কোয়ার্টার ফাইনালে উরুগুয়ে-ফ্রান্স ম্যাচটি পরিচালনা করেছেন তিনি।

গত ১৪ জুন তারিখে উদ্বোধনী ম্যাচ পরিচালনা করেছিলেন পিতানা। আগামী ১৫ই জুলাই তারিখে বিশ্বকাপের ফাইনাল ম্যাচটিও পরিচালনা করবেন তিনিই।

আরআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।