ব্যালন ডি’অরের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ বিশ্বকাপ : গ্রিজম্যান

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২:০৯ পিএম, ১৪ জুলাই ২০১৮

বর্তমান বিশ্বের সেরা খেলোয়াড়ের মাপকাঠি হিসেবে ব্যবহৃত ফিফা বর্ষসেরা খেলোয়াড় ব্যালন ডি’অর পুরষ্কার। সারা বছর জুড়ে বিশ্বের সব ফুটবলারকে পেছনে ফেলা খেলোয়াড়ই পান এই ব্যালন ডি’অর। যেকোন খেলোয়াড়ের ক্যারিয়ারের অন্যতম সেরা অর্জন এটি।

তবে ফ্রান্সের তারকা স্ট্রাইকার আন্তোনিও গ্রিজম্যানের মতে ব্যালন ডি’অরের চেয়েও বেশি গুরুত্ব বহন করে বিশ্বকাপ। ক্যারিয়ারে একটি বিশ্বকাপ থাকলে অন্য যেকোন পুরষ্কারের চেয়ে এটিই বেশি গুরুত্বপূর্ণ থাকে বলে মন্তব্য করেন তিনি।

রোববার বিশ্বকাপের ফাইনাল ম্যাচ খেলতে নামবে গ্রিজম্যানের ফ্রান্স ও ক্রোয়েশিয়া। এই ম্যাচ জিতলে বিশ্বকাপের পাশাপাশি এবারের ব্যালন ডি’অর জেতার সম্ভাবনাও বেড়ে যাবে গ্রিজম্যানের। তবে অ্যাতলেটিকো মাদ্রিদের এই তারকা ব্যালন ডি’অর নিয়ে ভাবছেন না বলে জানিয়েছেন।

আনুষ্ঠানিক এক সংবাদ সম্মেলনে গ্রিজম্যান বলেন, ‘ব্যালন ডি’অর জিতলাম কি জিতলাম না তা আমার কাছে তেমন গুরুত্ব রাখে না। এর গুরুত্ব খুবই কম। আমি শুধু বিশ্বকাপ জিততে চাই। বিশ্বকাপ জেতার জন্য আমি আমার যেকোন কিছু দিয়ে দিতেও প্রস্তুত।’

এসএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।