আর্জেন্টিনা চায় মেসি একাই সব করে দেবে : ম্যারাডোনা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:৫৫ পিএম, ১৩ জুলাই ২০১৮

আর্জেন্টিনা বিশ্বকাপে নেই কিন্তু তবুও থেমে নেই তাদের নিয়ে আলোচনা। বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নেওয়ায় সমালোচকদের তীর ধেয়ে এসেছে তাদের দিকে। বিশ্বকাপে আর্জেন্টিনার মতই নিষ্প্রভ ছিলেন মেসি।

এক গোলের পাশাপাশি দুটি এসিস্ট করেছেন বিশ্বকাপে। যা তার মতো খেলোয়াড়ের কাছে যথেষ্ট নয়। আর্জেন্টিনার গেমপ্ল্যানই সাজানো হতো মেসিকে ঘিরে। ম্যারাডোনা এবার ধুয়ে দিলেন পুরো আর্জেন্টিনা দলকে।

ভেনেজুয়েলার টিভি বিষয়ক অনুষ্ঠান টেলেসুর অনুষ্ঠানে ম্যারাডোনা বলেন, ‘আর্জেন্টিনা চায় মেসি একাই সব করে দিক। মেসি খেলার ভেতর যখন খুব নিমগ্ন থাকে বিলিয়া কিংবা এনজো পেরেজকে কোন পাস দিলে সেটি পাথর টানার ঠেলাগাড়ির মত ফিরে আসে তার কাছে।’

এ সময় আর্জেন্টিনার ফুটবল ফেডারেশনকেও ধুয়ে দেন ম্যারাডোনা। সঙ্গে সাম্পাওলিকে দাবার খেলোয়াড় হিসেবেও অভিহিত করেন এই ১৯৮৬ সালের বিশ্বকাপ জয়ী অধিনায়ক।

আরআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।