মেসি আরো ১০ বছর খেলুক : ফিফা প্রেসিডেন্ট

রফিকুল ইসলাম
রফিকুল ইসলাম রফিকুল ইসলাম , বিশেষ সংবাদদাতা মস্কো, রাশিয়া থেকে
প্রকাশিত: ০৭:৪০ পিএম, ১৩ জুলাই ২০১৮

বিশ্বকাপে তেমন আহামরি কোন পারফরম করতে পারেননি আর্জেন্টিনা সেরা তারকা লিওনেল মেসি। পাঁচবারের বর্ষসেরা এই ফুটবলার দ্বিতীয় রাউন্ড থেকেই ফ্রান্সের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেন। ৪টি বিশ্বকাপে খেললেও এখনো অধরা ট্রফি ছোঁয়া হয়নি মেসির।

নিজের এমন হতাশাগ্রস্থ সময়ে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোকে পাশে পেলেন তিনি। শুক্রবার জিয়ান্নি ইনফান্তিকোকে মেসি বিষয়ে প্রশ্ন করতেই তিনি বলেন, ‘মেসি কিংবদন্তী খেলোয়াড় এবং সবসময়েই সে থাকবে। সে অসাধারণ সব গোল করে থাকে। মাঝে মাঝে এটা দেখা যায় না তার মধ্যে। উদাহরণস্বরূপ বলা যায়, যদি আর্জেন্টিনা ফ্রান্সের সাথে ২-১ ব্যবধানে জিততো তাহলে হয়তো বিশ্বকাপের পরবর্তী পর্যায়ে সে তার স্কিল দেখানোর সুযোগ পেতো।’

তবে, মেসির খেলা চালিয়ে যাওয়ার পক্ষে মত দিয়েছেন ফিফা প্রেসিডেন্ট। এমনকি মেসি আরো দশ বছর খেলা চালিয়ে যাবে, এমনটাই স্বপ্ন দেখেন ফিফা প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘এটা নিয়ে আলোচনা হতে পারে কারণ আমরা চাই সে আরো দশ বছর খেলা চালিয়ে যাবে এবং স্বপ্ন দেখিয়ে যাবে এবং এটা সে করে যাবে।’

তবে বিশ্বকাপে আর্জেন্টিনার পারফরম্যান্সে হতাশ ইনফান্তিনো। ফিফা প্রেসিডেন্ট বলেন, ‘আর্জন্টিনা জাতীয় দলের কাছে সে দেশের মানুষের অনেক প্রত্যাশা ছিল। শুধু তাই নয়, পুরো বিশ্বই দলটির দিকে তাকিয়েছিল। কিন্তু তারা দারুণ এক ম্যাচে হেরে গেছে ফ্রান্সে কাছে যে দলটি এখন ফাইনালে। আশা করবো পরবর্তী বিশ্বকাপে আমরা শক্তিশালী একটি আর্জেন্টিনা দল পাবো।’

আরআই/আরআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।