কাতার বিশ্বকাপেই ৪৮ দল?

রফিকুল ইসলাম
রফিকুল ইসলাম রফিকুল ইসলাম , বিশেষ সংবাদদাতা মস্কো, রাশিয়া থেকে
প্রকাশিত: ০৫:২৫ পিএম, ১৩ জুলাই ২০১৮

২০২৬ বিশ্বকাপ হবে ৪৮ দেশ নিয়ে এ সিদ্ধান্ত চূড়ান্ত। বিশ্বকাপের ২৩ আসরের যৌথ আয়োজক যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। তবে তার আগেই কাতার বিশ্বকাপে ৪৮ দল দেখা যেতে পারে। এমন সম্ভাবনার কথা বললেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো।

শুক্রবার মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে রাশিয়া বিশ্বকাপ নিয়ে সংবাদ সম্মেলনে ২০২২ সালে কাতার বিশ্বকাপে ৪৮ দেশ খেলার সম্ভাবনা আছে কি না? এমন এক প্রশ্নের জবাবে ফিফা প্রেসিডেন্ট বলেছেন, ‘কয়েক মাসের মধ্যে ফিফার নির্বাহী কমিটির সভা আছে। সেখানে এ বিষয়ে আলোচনা হবে। এটা কেবল ফিফার বিষয় নয়, কাতারেরও বিষয়। আমরা বিশ্বকাপের অংশীজনদের সঙ্গে আলোচনা করবো। সবাই রাজি থাকলে কাতারে ৪৮ দেশের বিশ্বকাপ হতে পারে। তবে আমাদের সিদ্ধান্ত নেয়া আছে ৩২ দলেরই।’

বিশ্বকাপে দল বাড়ানোর যুক্তিতে ফিফা প্রেসিডেন্ট বলেছেন, ‘এখন বিশ্বজুড়ে ফুটবলের মান বেড়েছে। কোয়ালিটি দলের সংখ্যা অনেক বেড়েছে। অনেক নতুন নতুন দল উঠে আসছে যারা ভালো করছে। দেখুন ইতালি, নেদারল্যান্ডস, চিলি, ক্যামেরুনের মতো দল কিন্তু এই বিশ্বকাপে নেই। বিশ্বে কোয়ালিটি সম্পন্ন দল বাড়ায় তাদেরকে বিশ্বকাপে খেলার সুযোগও বাড়াতে হবে।’

ক্রোয়েশিয়ার ফাইনালে ওঠা প্রসঙ্গে জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, ‘বিশ্বকাপের আগে কে জানতো ক্রোয়েশিয়া ফাইনাল খেলবে। তারা দুর্দান্ত ফুটবল খেলে ফাইনালে উঠেছে। আমি ফাইনালের দুই দল ফ্রান্স ও ক্রোয়েশিয়াকে অভিনন্দন জানাচ্ছি। বিশ্বকাপে বেশি দেশ খেললে বেশ জমজমাট হবে।’

আরআই/এমএমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।