তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে এশিয়ান রেফারি

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:৫৩ পিএম, ১৩ জুলাই ২০১৮

রাশিয়া বিশ্বকাপের পর্দা নামতে বাকি আর মাত্র ২টি ম্যাচ। এই দুই ম্যাচের একদম শেষ তথা ফাইনাল ম্যাচে রেফারির দায়িত্ব পেয়েছেন আর্জেন্টিনার নেস্তর পিতানা। আর দ্বিতীয় শেষ তথা তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটি পরিচালনা করবেন ইরানের রেফারি আলিরেজা ফাগানি।

শনিবার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে সেমিফাইনালে পরাজিত দুই দল বেলজিয়াম ও ইংল্যান্ড। এই ম্যাচে ইরানি ফাগানির সহকারী হিসেবে থাকবেন তারই স্বদেশী রাজা সোখান্দান ও মোহা মনসুরি। এছাড়া চতুর্থ রেফারি হিসেবে থাকবেন সেনেগাল মালাং দিয়েধিউ। অতিরিক্ত রেফারি হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে সেনেগালেরই জিব্রিল চামারাকে।

চলতি বিশ্বকাপে এখনো পর্যন্ত ৩টি ম্যাচ পরিচালনা করেছেন ৪০ বছর বয়ষ্ক ফাগানি। মেক্সিকোর বিপক্ষে জার্মানির হেরে যাওয়া ম্যাচ, সার্বিয়ার বিপক্ষে ব্রাজিলের গ্রুপপর্বের শেষ ম্যাচ ও দ্বিতীয় রাউন্ডে ফ্রান্সের বিপক্ষে আর্জেন্টিনার বিদায় ঘণ্টা বাজার ম্যাচের দায়িত্বে ছিলেন ফাগানি।

এসএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।