কুৎসিত ফুটবল খেলেছে ফ্রান্স : কুর্তোয়া

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:২৯ পিএম, ১১ জুলাই ২০১৮

আরও একবার বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভঙ্গ হলো বেলজিয়ামের। এবার সেমিতে কাঁটা পড়তে হলো হ্যাজার্ড, ডি ব্রুইনদের। গতকাল রাতে বিশ্বকাপের প্রথম সেমিতে উমিতিতির করা একমাত্র গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় বেলজিয়ানরা। তবে ফ্রান্সের ফাইনালে ওঠা নিয়ে মোটেও সন্তুষ্ট নয় বেলজিয়াম গোলরক্ষক থিবাত কুর্তোয়া।

তার মতে ভালো ফুটবল খেলেছে বেলজিয়াম তবে ফাইনালের পথে এখন ফ্রান্স। ম্যাচ শেষে বিষণ্ণ কোর্তোয়া সংবাদ সম্মেলনে বলেন, ‘যদি আপনি কখনও ভালো দলের কাছে হারেন তবে তাদের অভিনন্দন জানান। কারণ তারা ভালো খেলেছে। তবে ফ্রান্স জেতায় আমার মধ্যে তা আসছে না। হতাশায় মোড়ানো একটা ম্যাচ ছিল এটি আর তাতে ফ্রান্স মোটেও কোনো কিছু করেনি। তারা যে ৪০ মিটার দূর থেকেই তাদের ১১ জন খেলোয়াড় নিয়ে ডিফেন্স করে যাচ্ছিল। অনেকটা কুৎসিত ফুটবল খেলছিল তারা।’

ফ্রান্সের খেলা নিয়ে মন্তব্য করা এখানেই শেষ করেননি বেলজিয়ান এই গোলরক্ষক। হারের কষ্ট মনে নিয়েই তিনি আরও বলেন, ‘আমরা এমন একটি দলের কাছে হেরেছি যারা কি-না আমাদের চেয়েও খারাপ ছিল। মাঝে মধ্যেই ফুটবলে এমন ঘটে থাকে যেমন ঘটেছে স্পেনের সঙ্গে। তারা আমাদের মতো যারা বল দিয়ে মাঠে খেলা দেখাতে চায় আর অন্য দল তা ভণ্ডুল করার জন্য বলের পিছনে লেগে থাকে।’

এসএস/এসএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।