আমরা সাধ্যের সবটুকু দিয়ে চেষ্টা করেছি : ডি ব্রুয়েন

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৬:০৩ পিএম, ১১ জুলাই ২০১৮

বেলজিয়ামের সোনালি প্রজন্মের অন্যতম সেরা সৈনিক বলা হতো তাকে। দেশকে প্রথমবারের ফাইনালে ওঠানোর সুযোগ ছিল তার সামনে। কিন্তু ব্যর্থ হলেন। সেমিফাইনালে শক্তিশালী ফ্রান্সের বিপক্ষে ০-১ ব্যবধানে হেরে বিদায় নেয় কেভিন ডি ব্রুয়েনের বেলজিয়াম। সেমিতে নিজেদের সবটুকু দিয়েই চেষ্টা করেছেন বলে ম্যাচ শেষে জানান এই ম্যান সিটি তারকা।

ম্যাচ শেষে ফিফার সঙ্গে কথা বলার এক পর্যায়ে ডি ব্রুয়েন বলেন, ‘আমরা সবটুকু দিয়েই চেষ্টা করেছি কিন্তু আজকের দিনটি আমাদের ছিল না। এভাবেই ফুটবল এগিয়ে যায়। যখন আপনি দেখবেন ম্যাচে ফিরে আসার সর্বোচ্চ চেষ্টা করেছেন তখন আসলে আর কিছু করার থাকে না।’

ফ্রান্সের বিপক্ষে পুরো ম্যাচেই দারুণ খেলেছে বেলজিয়াম। ফ্রান্সের ৩৪৫টি পাসের বিপরীতে বেলজিয়াম ৫৯৪টি পাস দেওয়া নেওয়া করে নিজেদের ভেতর। ডি ব্রুয়েন বলেন, ‘এটা ৫০-৫০ ম্যাচ ছিল। আমরা জানতাম ম্যাচটা কঠিন হতে যাচ্ছে। কর্নার থেকেই আসলে গোলটা ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিয়েছে।’

তবে ফ্রান্সের বিপক্ষে হারলেও ম্যাচে সতীর্থদের পারফরম্যান্সে খুশি ডি ব্রুয়েন। ‘এবারের বিশ্বকাপে আমরা যেভাবে পারফর্ম করেছি সেটা নিয়ে আমি গর্বিত। ফ্রান্স হয়তো কিছুটা রক্ষণাত্মক খেলেছে কিন্তু এটাই ফুটবলের সৌন্দর্য। আপনাকে বেছে নিতে হবে কী করতে চান। আমি এটাকে সম্মান জানাই।’

শনিবার তৃতীয় নির্ধারণী ম্যাচে দ্বিতীয় সেমিফাইনালের হেরে যাওয়া দলের বিপক্ষে মাঠে নামবে বেলজিয়াম। সেখানে জিতেই বাড়ির পথ ধরতে চায় বেলজিয়ামের সোনালি প্রজন্মের সেনানী কেভিন ডি ব্রুয়েন।

আরআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।