সেমির আগে ‘মুরগি’ নিয়ে ইংলিশ ফুটবলারদের অনুশীলন!

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৭:৩১ পিএম, ১০ জুলাই ২০১৮

দীর্ঘ ২৮ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে ইংল্যান্ড ফুটবল দল। বুধবার ফাইনালে ওঠার লড়াইয়ে তারা খেলবে ক্রোয়েশিয়ার বিপক্ষে। শেষ চারের এই ম্যাচে খেলতে নামার আগে বেশ ফুরফুরে মেজাজে রয়েছে ইংলিশরা।

তাই তো ম্যাচের আগেরদিন অনুশীলন শুরুতে হ্যারি কেইন, ডেলে আলিদের পায়ে ফুটবলের বদলে হাতে দেখা গেল প্লাস্টিকের মুরগি। হ্যাঁ! অবাক করার মতো হলেও, ম্যাচের আগের দিন অর্থাৎ মঙ্গলবার নিজেদের নিয়মিত অনুশীলন শুরুর আগে প্লাস্টিকের মুরগি দিয়েই নিজেদের গা গরমের পর্ব সেড়েছেন ইংলিশ ফুটবলাররা।

দলের কোচ গ্যারেথ সাউথগেটের নির্দেশেই এমন মজাদার অনুশীলন করেন কেইন-ভার্ডি-স্টার্লিংরা। দলের খেলোয়াড়দের মধ্যে সেমিফাইনালের মতো বড় ম্যাচের আগে যাতে কোন বাড়তি চাপ বা নেতিবাচক কোন উত্তেজনা ভর করতে না পারে, সে উদ্দেশ্যেই এই পন্থার আশ্রয় নিয়েছেন ইংলিশ কোচ।

England

তবে ইংলিশ ফুটবলারদের এই অনুশীলনের পেছনে থাকতে পারে লুকোনো এক অর্থ। মঙ্গলবার প্রথম সেমিফাইনাল ম্যাচে ফ্রান্স ও বুধবার দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে ইংল্যান্ড জিতলে, ফাইনাল ম্যাচটি হবে ফ্রান্স ও ইংল্যান্ডের মধ্যে।

ফ্রান্সের ফুটবল ফেডারেশনের লোগোতে সুদৃশ্য রয়েছে মুরগির ছবি। তাই ইংল্যান্ডের খেলোয়াড়দের মুরগি নিয়ে এমন খেলাটা ফ্রান্সকে নিয়ে ছেলেখেলারই আভাস কিনা তা কেবল ইংলিশ দলের কোচ কিংবা খেলোয়াড়রাই বলতে পারবেন।

এসএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।