তবু বিশ্বকাপে উরুগুয়ের পারফরম্যান্সে খুশি সুয়ারেজ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:৫৬ এএম, ১০ জুলাই ২০১৮

সবারই চোখ থাকে বিশ্বকাপ ট্রফিটার দিকে। উরুগুয়ে তো দুইবারের বিশ্বচ্যাম্পিয়নও। তাদেরও নিশ্চয়ই স্বপ্ন ছিল। স্বপ্নভঙ্গের বেদনা নিয়েই দেশে ফিরেছে। তবে পঞ্চম স্থান নিয়ে বিশ্বকাপ শেষ করলেও নিজেদের পারফরম্যান্স নিয়ে খুব একটা হতাশা নেই দলের স্ট্রাইকার লুইস সুয়ারেজের। দেশে ফিরে বরং তৃপ্তির কথাই জানালেন তিনি।

এবার দক্ষিণ আমেরিকার দলগুলোর মধ্যে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যেতে পেরেছে কেবল ব্রাজিল আর উরুগুয়ে। দুই দলই সেমির আগে বাদ পড়েছে। ব্রাজিল বেলজিয়ামের কাছে হেরেছে ২-১ গোলে, উরুগুয়ে ফ্রান্সের কাছে ২-০তে। তবে সুয়ারেজ মনে করছেন, লাতিন আমেরিকার দলের মধ্যে সবচেয়ে ভালোভাবে বিশ্বকাপ শেষ করতে পেরেছেন তারাই।

দেশে ফিরে কারাসকো বিমানবন্দরে দাঁড়িয়ে বার্সা তারকা বলছিলেন, 'আমরা শুরুর সময় শুধু একটি বাড়তি দল হিসেবে গিয়েছিলাম। বিশ্বকাপটা শেষ করেছি পঞ্চম স্থানে থেকে, দক্ষিণ আমেরিকার মধ্যে যেটা সেরা। এই অর্জনকে অবশ্যই সাধুবাদ জানানো উচিত।'

উরুগুয়ের এই অর্জনকে খাটো করে দেখছেন না তাদের সমর্থকরা। স্থানীয় সময় রাত সাড়ে তিনটায় বিমানবন্দরে পা রাখলেও জাতীয় ফুটবল দলকে সংবর্ধনা দিতে উপস্থিত ছিলেন হাজারও মানুষ।

সুয়ারেজ মনে করছেন, কোয়ার্টার ফাইনালে এডিনসন কাভানি খেললে আরও ভালো কিছু হতে পারতো। তিনি বলেন, 'সে আলাদা একজন খেলোয়াড়। শুধু গোল করার জন্য নয়। প্রতিপক্ষ দলের উদ্বেগের কারণও থাকে সে। তার না থাকাটা বড় একটা শূন্যতা তৈরি করেছিল।'

এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।