কোয়ার্টার জিতে সমর্থকদের বিয়ারের বিল দিলেন মানজুকিচ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:০৮ পিএম, ০৮ জুলাই ২০১৮

বিশ্বকাপের সেমিফাইনালে ক্রোয়েশিয়া। এর থেকে আনন্দের মুহূর্ত বর্তমানে ক্রোয়েশিয়াতে আর এসেছে কি না সন্দেহ। স্বাগতিক রাশিয়াকে টাইব্রেকারে হারিয়ে শেষ চারে উঠে ফুরফুরে মেজাজে রয়েছে ক্রোয়েশিয়া।

mandzukic

এত আনন্দের মাঝে আরেকটি পালক যোগ করেন ক্রোয়েশিয়ার ফরোয়ার্ড মারিও মানজুকিচ। নিজ শহরে বড় পর্দায় ক্রোয়েশিয়ার কোয়ার্টার ফাইনাল দেখানোর ব্যবস্থা করার পাশাপাশি তাদের বিয়ারের বিলও দিয়ে দেন এই জুভেন্টাস ফুটবলার।

mandzukic

স্লাভোনস্কি ব্রড শহরে বসবাস করেন মানজুকিচ। রাশিয়ার বিপক্ষে ম্যাচের সময় আরা ওখানে খেলা দেখতে এসেছেন সবার বিয়ারের বিল দিয়েছেন। সব মিলিয়ে ২৫ হাজার ক্রোয়েশিয়ান কুনা বা ৩৩৫০ ইউরো বিল দিয়েছেন তিনি, এমনটাই জানিয়েছেন স্থানীয় রেডিও স্লাভোনিজা।

mandzukic

রাশিয়ার বিপক্ষে পুরো ১২০ মিনিটই খেলেছেন মানজুকিচ। ক্রোয়েশিয়ার প্রথম গোলের এসিস্টদাতাও তিনি। এর আগেও নিজ এলাকার অনেক উন্নয়নমূলক কাজে আর্থক সহায়তা করেছেন তিনি। গেল গ্রীষ্মে দালমাতিয়া এলাকাতে আগুন লাগার পর সেই এলাকা আবার পুনর্গঠনের জন্য সহায়তা করেছিলেন মানজুকিচ।

আরআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।