‘মেসি বা রোনালদো থাকলে বাদ পড়তো না উরুগুয়ে’

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১:৪৫ পিএম, ০৭ জুলাই ২০১৮

শেষ আটের প্রথম ম্যাচে ২-০ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে বিশ্বকাপের প্রথম চ্যাম্পিয়ন উরুগুয়ে। ম্যাচে নিয়মিত স্ট্রাইকার এডিনসন কাভানির অভাব হারে হারে টের পেয়েছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। বিশ্বকাপে তিন গোল করা কাভানি ফ্রান্সের বিপক্ষে খেলতে পারেননি ইনজুরির কারণে।

তবে উরুগুয়ের ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট উইলমার ভালদেজের মতে কাভানি নয়, উরুগুয়েকে জিততে হলে এদিন প্রয়োজন ছিল ক্রিশ্চিয়ানো রোনালদো বা লিওনেল মেসির মত ফুটবলারদের।

ম্যাচ শেষে উইলমার বলেন, ‘আমার বলতে দ্বিধা নেই আমাদের দলে মেসি বা রোনালদোর মতো একজন ফুটবলার থাকলে ম্যাচের ফলাফল ভিন্নও হতে পারত। আমরা এভাবে বাদ পড়তাম না।’

এসময় উরুগুয়ের ৭১ বছর বয়সী কোচ অস্কার তাবারেজের সাথে চুক্তি নবায়ন করার কথাও জানান উইলমার। তিনি বলেন, ‘আমি ব্যক্তিগভাবে মনে করি তার (তাবারেজ) কোচিং চালিয়ে যাওয়া উচিৎ। আমি যদি ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট থাকি তাহলে অবশ্যই তাকে চুক্তি নবায়নের প্রস্তাব দিব।’

এসএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।