বিশ্বকাপ জিতে রূপকথার জন্ম দিতে চান মদ্রিচ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:০৭ এএম, ০৭ জুলাই ২০১৮

রাশিয়া বিশ্বকাপে এখনো পর্যন্ত ৪ ম্যাচ খেলে কোন ম্যাচ হারেনি ক্রোয়েশিয়া। ২০০৮ সালের পর প্রথমবারের মতো কোন বহুজাতিক টুর্নামেন্টে নকআউট ম্যাচ জিতেছে তারা। শেষ আটের ম্যাচে মাঠে নামার আগে ক্রোয়েশিয়ার অধিনায়ক লুকা মদ্রিচের লক্ষ্য ‘অবিশ্বাস্য রুপকথা’র জন্ম দিয়ে বিশ্বকাপ ট্রফি জিতে নেয়া।

নিজেদের ইতিহাসের প্রথম বিশ্বকাপ শিরোপা জিততে ক্রোয়েশিয়ার প্রয়োজন আর মাত্র ৩টি জয়। যার প্রথমটিতে শনিবার তাদের প্রতিপক্ষ স্বাগতিক দেশ রাশিয়া। চলতি বিশ্বকাপে এখনো পর্যন্ত উজ্জীবিত ফুটবল খেলেছে স্বাগতিকরা। বিদায় করে দিয়েছে হট ফেবারিট স্পেনকে।

রাশিয়ার বিপক্ষে ম্যাচটি সহজ হবে না জানেন মদ্রিচও। তবে নিজেদের শক্তিমত্তার প্রতি বিশ্বাস রেখে সর্বোচ্চ সাফল্য পাওয়ার লক্ষ্যের কথা জানিয়েছেন ক্রোয়েট অধিনায়ক। দীর্ঘ দশ বছর পর নকআউট পর্বের কোন ম্যাচ জেতায় তার চোখে-মুখে দেখা যায় সন্তুষ্টির ছাপ।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে মদ্রিচ বলেন, ‘বিশ্বকাপের মতো আসরে এতো দূর আসাটা অবশ্যই বিশেষ কিছু। নিজ দেশের হয়ে খেলতে পারাটাই আমার জন্য বিশেষ সম্মানের। তবে ক্রোয়েশিয়াকে নিয়ে বিশ্বকাপ জেতা হবে অবিশ্বাস্য! পৃথিবীর সবচেয়ে সুন্দর রুপকথার মতো। অধিনায়ক হিসেবে ট্রফি উঁচিয়ে ধরতে পারলে তা হবে স্বপ্নপূরণ।’

এসএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।