ব্রাজিলকে হারাবোই : শতভাগ নিশ্চিত কম্পানি

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:০৮ পিএম, ০৫ জুলাই ২০১৮

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে শক্তিশালী ব্রাজিলের বিপক্ষে মাঠে নামছে বেলজিয়াম। গতবার কোয়ার্টার ফাইনালেই যাত্রা থমকে গেছিল বেলজিয়ানদের। তবে এবার সেমিতে খেলার ব্যাপারে আশাবাদী রেড ডেভিলরা।

জাপানের বিপক্ষে দুই গোলে পিছিয়ে থেকেও জয় পেয়ে সেটারই ইঙ্গিত দিয়েছে রবার্তো মার্টিনেজের দল। পরিসংখ্যান নিজেদের বিপক্ষে থাকলেও ব্রাজিলকে হারানোর ব্যাপারে শতভাগ আশাবাদী বেলজিয়ামের রক্ষণভাগের ফুটবলার কম্পানি।

ম্যাচের আগে এক সংবাদ সম্মেলনে ম্যান সিটির এ তারকা বলেন, ‘আমরা অনেকেই বেলজিয়ান সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত এবং আমার মনে হয় সবাই আমার সঙ্গে একমত হবে যে, আমরা সবাই ভেবে নিচ্ছি আমরা তাদের হারাবো। আমাদের সকল ফুটবলার যারা ক্লাব পর্যায়ে বিভিন্ন ক্লাবে খেলছে, তারা সবাই বিশ্বাস করছে শতভাগ নিশ্চিত হয়েই ব্রাজিলকে আমরা হারাতে পারবো।’

ফুটবলবোদ্ধারা বেলজিয়ামের এই দলটাকে তাদের গোল্ডেন জেনারেশন হিসেবে আখ্যায়িত করে থাকেন। কিন্তু সেদিকে গুরুত্ব দিচ্ছেন না কম্পানি। ‘অনেকেই গোল্ডেন জেনারেশন বলে থাকেন আমাদের কিন্তু এটাকে আমরা তেমন গুরুত্ব দিচ্ছি না। তবে সত্যি কথা বলতে, ব্রাজিলের বিপক্ষে কঠিন ম্যাচটি আমাদের জেনারেশনের জন্য বিশেষ কিছু। আমরা এখনই মাথা নোয়াচ্ছি না কিন্তু একটা লেভেল রয়েছে আমাদের যেটা আমরা পূরণ করতে পারবো ব্রাজিলের বিপক্ষে ম্যাচে।’

ব্রাজিলের বিপক্ষ ম্যাচ দেখেই প্রশ্নোত্তর পর্বে চলে আসে নেইমার প্রসঙ্গ। টুর্নামেন্টে দুর্দান্ত খেললেও তার অতিরিক্ত পড়ে যাওয়া নিয়ে সমালোচনার সম্মুখীন হতে হচ্ছে তাকে।

নেইমার প্রসঙ্গ আসতেই কম্পানি বলেন, ‘আমি এগুলো জানি না। এগুলো আমলেও নিচ্ছি না। যদি এটি ব্যক্তিগত পারফরম্যান্স দেখানোর ম্যাচই হয় তাহলে হোক সেটা। তবে আপনাদেরও জানা দরকার, আমাদের খেলায় কোনো পরিবর্তন আনছি না ব্রাজিলের বিপক্ষে।’

আরআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।