ম্যারাডোনাকে ফিফার কড়া জবাব

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:৩৫ পিএম, ০৫ জুলাই ২০১৮

ফিফার শুভেচ্ছাদূত হয়ে চলতি বিশ্বকাপের উল্লেখযোগ্য সংখ্যক ম্যাচ মাঠে বসেই উপভোগ করছেন আর্জেন্টিনার কিংবদন্তী ফুটবলার ডিয়েগো ম্যারাডোনা। ফিফার পক্ষ থেকেই তাকে এই সুযোগ দেয়া হলেও, ইংল্যান্ড ও কলম্বিয়ার মধ্যকার ম্যাচ শেষে স্ববিরোধী কথা বলে আলোচনার পাত্র হয়েছেন ম্যারাডোনা।

তার মতে দ্বিতীয় রাউন্ডের সেই ম্যাচটিতে ঐতিহাসিক জোচ্চুরি করেছে রেফারি। পক্ষপাতমূলক আচরণ করে ঐচ্ছিকভাবেই হারিয়ে দিয়েছে কলম্বিয়াকে। ম্যারাডোনার এমন মন্তব্য সহজভাবে নেয়নি ফিফা। তাই আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে কড়া জবাব শুনিয়ে দিয়েছে ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি।

ফিফা জানায়, ‘সেই ম্যাচটি ছিল খুবই কঠিন ও আবেগপূর্ণ। এমন ম্যাচে রেফারির পারফরম্যানস নিয়ে সমালোচনা করা পুরোপুরি অমূলক ও বাহুল্য। যেখানে ফিফা সর্বাত্মক চেষ্টা করছে বিশ্বকাপটি সুষ্ঠ ও সুন্দর ভাবে আয়োজন করতে, সেখানে ম্যারাডোনার মতো একজন খেলোয়াড়, যিনি কিনা নিজের হাতে বিশ্বকাপের ইতিহাসে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখে রেখেছেন, তার এমন মন্তব্য সত্যিই হতাশাজনক।’

এসএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।