নেইমার কখনও হাসায়, কখনও কাঁদায় : ম্যারাডোনা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১:৪৬ এএম, ০৪ জুলাই ২০১৮

নেইমার! দুনিয়া যেন এখন দু’দিকে ভাগ হয়ে গেছে এই এক ফুটবলারকে কেন্দ্র করে। সোমবার বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে মেক্সিকোকে ২-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে যায় ব্রাজিল। মূলত নেইমারের নৈপুণ্যেই মেক্সিকোকে সহজেই হারিয়ে বিশ্বকাপ জয়ের দিকে আরও একধাপ এগিয়ে গেল সেলেসাওরা।

ম্যাচে নেইমার করেছেন এক গোল এবং সতীর্থ রবার্তো ফিরমিনোকে দিয়ে করিয়েছেন আরও একটি গোল। নেইমারের এমন পারফরমেন্সের নিজেদের সমর্থকরা যেমন দারুণ খুশি। তেমনি দারুণ খেপেছে ব্রাজিলবিরোধীরাও। নেইমারের চোট অভিনয় নিয়ে আবারও গরম গণমাধ্যম। মেক্সিকো কোচ তো নিজেই বলেছেন, মাঠে চোট পাওয়ার এরকম অভিনয় করে নেইমার ম্যাচের অঙ্কে সময় নষ্ট করেছেন।

এদিকে থেমে নেই আর্জেন্টিনা কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনাও! তিনিও মুখ খুললেন মাঠে নেইমারের কার্যকলাপ নিয়ে। ‘ডি লা মানো ডেল দিয়াজ’ নামক এক প্রোগ্রামে নেইমারের মজা করার বিষয়টা উড়িয়ে দিয়ে ম্যারাডোনা বলেন, ‘নেইমারের অবশ্যই বলা উচিত সে কি আমাদের হাসাতে চায় নাকি কাঁদাতে চায়। যখন মেক্সিকান খেলোয়াড়েরা তার দিকে ধেয়ে এসে তাকে ফেলে দিচ্ছিল, আর সে মাটিতে পড়ে কাতরাচ্ছি তখন তা দেখে সত্যিই আমার কান্না পাচ্ছিল; কিন্তু হঠাৎ উঠেই আবার যখন সে দৌড়াতে শুরু করলো, তখন তা দেখে না হেসেও পারছিলাম না।’

তবে ম্যারাডোনা প্রসংশা করতে কার্পণ্য করলেন না ব্রাজিল দলের কোচ তিতে আর ব্রাজিলের ভালো খেলা নিয়ে। তিনি বলেন, ‘আমি খুবই আনন্দ পেয়েছি ম্যাচটা দেখে। কেননা শক্তিশালী ব্রাজিলকেই মাঠে পেয়েছি আমি। একই সঙ্গে তিতেকেও দারুণ পছন্দ করি, কেননা সে দলকে দারুণভাবে গড়ে তুলেছে।’

এসএস/আইএইচএস/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।