ম্যাচ হেরে নেইমারকে ‘ভাঁড়’ বললেন মেক্সিকো কোচ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২:৪০ এএম, ০৩ জুলাই ২০১৮

ব্রাজিলের কাছে ২-০ গোলে হেরে টানা সপ্তম বিশ্বকাপে দ্বিতীয় পর্ব থেকে বিদায় নিয়েছে মেক্সিকো। ম্যাচে ১ গোল করে ও অন্য গোলে মূল অবদান রেখে ব্রাজিলের জয়ের নায়ক নেইমার জুনিয়র। তবু ম্যাচ শেষে নেইমারের কৃতিত্বের প্রশংসার বদলে নিন্দার ঝড়ই বইয়ে দিয়েছেন মেক্সিকোর কোচ হুয়ান কার্লোস ওসারিও।

চলতি বিশ্বকাপে আলোচনা-সমালোচনার অন্যতম বিষয়বস্তু নেইমারের ‘অভিনয়’ তথা ফাউলের শিকার হলে অযথাই বারবার পড়ে যাওয়া। মেক্সিকোর বিপক্ষে ম্যাচেও দুইবার পড়েছেন নেইমার। তবে দুইবারই গুরুতর ফাউলের শিকার হয়েছিলেন তিনি। কিন্তু সেসব ফাউলকে উপেক্ষা করে নেইমারের পড়ে যাওয়াকে ভাঁড়ামো হিসেবে উল্লেখ করেন ওসারিও।

ম্যাচ শেষে সংবাদ মাধ্যমে ওসারিও বলেন, ‘একজন খেলোয়াড়ের পেছনে এত সময় নষ্ট করাটা ফুটবলের জন্যই অপমানজনক। আমার মনে হয়েছে ম্যাচের পরিচালকরা সম্পূর্ণ ব্রাজিলের পক্ষেই ছিল। আমরা বল পজেশনে ভালো ব্যবধানে এগিয়ে ছিলাম, আমরা ম্যাচটাও কন্ট্রোল করেছি। প্রথমার্ধে যেই ধারায় খেলেছি সেটি ম্যাচ পরিচালকদের কারণেই গতি হারিয়েছে।’

এসময় নেইমারের বারবার পড়ে যাওয়াকে ভাঁড়ামো হিসেবে উল্লেখ করে ওসারিও বলেন, ‘নেইমারের একটা ফাউলের পেছনেই চার মিনিট নষ্ট করা হলো। এটা ভালো কোনো উদাহরণ হয়। এটা পুরুষদের খেলা, পুরুষত্বের খেলা। ভাঁড়ামোর করার জায়গা নয় ফুটবল।’

এসএএস/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।