৯৮’র সাফল্যকেও ছাড়িয়ে যেতে চায় ক্রোয়েশিয়া
বিশ্বকাপে নিজেদের সেরা সময়টা পার করছে ক্রোয়েশিয়া। গ্রুপ পর্বের তিন ম্যাচের তিনটিতেই জয় নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই উঠেছে শেষ ষোলতে। এমনকি লিওনেল মেসির আর্জেন্টিনাকে নিয়ে রীতিমত ছেলেখেলা করে ৩-০ গোলে বিধ্বস্ত করে মদ্রিচ, রাকিটিচরা। তাই এবার বেশ বড় স্বপ্নই দেখছে ক্রোয়েশিয়া।
দলের কোচ জলাতকো দালিচ ও অধিনায়ক লুকা মদ্রিচও চাচ্ছেন নিজেদের সেরা সময়টাকে কাজে লাগিয়ে বিশ্বকাপের নিজেদের পূর্বের সকল অর্জন ভেঙ্গে নতুন করে কিছু লিখতে। ডেনমার্কের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচ খেলতে বর্তমানে নিঝনি নভগোরদ স্টেডিয়াম আছে ক্রোয়েটরা।
সেখানে সাংবাদিকদের সাথে কথা বলার সময় মদ্রিচ বলেন, ‘গ্রুপ পর্বে আমরা দুর্দান্ত ফুটবল খেলেছি। সত্যি তা গর্ব করার মত। তবনে এখন থেকে নতুন খেলা শুরু। তাই পূর্বের ভাল সকল শুভসৃতি আমাদের মন থেকে মুছে ফেলে সামনে আগাতে হবে।’
১৯৯৮ ফ্রান্সে অনুষ্ঠিত বিশ্বকাপে নিজেদের ফুটবল ইতিহাসের সেরা সাফল্য পায় ক্রোয়েশিয়া। সেবার সেমি ফাইনালে উঠে গিয়েছিল ক্রোটরা। তবে এবার সে ইতিহাস ভেঙ্গে নতুন করে ইতিহাস লেখাতে চান মধ্যমাঠের এই জাদুকর। নিজের স্বপ্নের কথা জানিয়ে মদ্রিচ বলেন, ‘এটা খুব কঠিন একটি পরীক্ষা হতে যাচ্ছে আমাদের জন্য। তবে এটা সেরা সময় আমাদের জন্য। পূর্বের সকল গেঁড়ো ভেঙ্গে আমাদের এবার সামনে আগাতে হবে। আমি আশা করছি এসাব সব কিছুকে পিছনে ফেলে নতুন ইতিহাস তৈরি করবো আমরা।’
দলের অধিনায়কের সাথে একমত দলের কোচেরও। সাথে সাথে ডেনমার্ককেও সমীহের চোখেই দেখছেন ক্রোয়েশিয়ান কোচ। দালিচ বলেন, ‘ডেনিশ দলের প্রতি আমাদের পর্যাপ্ত সম্মানই আছে। কেননা তারা তাদের শেষ ১৮ প্রতিযোগিতামূলক ম্যাচে অপরাজিত। গ্রুপ পর্বে যত ভাল খেলেই আমরা এখানে আসি না কেন, এখানে আমাদের কঠিন পরীক্ষাই দিতে হবে। তবে হ্যাঁ আমরা আমাদের সেরাটাই দিয়ে নতুন করে ইতিহাস গড়তে চাই এই বিশ্বকাপে। ’
এসএস/এসএএস/এমএস