কাভানির চোট নিয়ে উরুগুয়ের দুশ্চিন্তা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:৫৩ পিএম, ০১ জুলাই ২০১৮

ম্যাচে সবচেয়ে উজ্জ্বল ছিলেন। জোড়া গোল করে পর্তুগালের বিপক্ষে উরুগুয়েকে ২-১ ব্যবধানের জয়ও এনে দিয়েছেন এডিনসন কাভানি। তবে এমন দুর্দান্ত খেলার দিন তিনি দুশ্চিন্তাতে ফেলে দিয়েছেন সমর্থকদের। দ্বিতীয় গোল করার কিছুক্ষণ পরই যে পায়ে চোট নিয়ে মাঠ ছেড়েছেন পিএসজি স্ট্রাইকার। যে চোটটি নিয়ে বেশ চিন্তিত দলের কোচ অস্কার তাবারেজও।

শুক্রবার কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের মোকাবেলা করতে হবে উরুগুয়েকে। হাতে দিন পাঁচেক সময় আছে। তবে কাভানির চোটের ধরণ কি, সেটি সম্পর্কে নিশ্চিত নন তাবারেজ। উরুগুয়ে কোচ তাই ভীষণ চিন্তিত। তিনি বলেন, 'সে চোটে পড়েছে, ব্যথা অনুভব করছিল। আমি এই মূহুর্তে বলতে পারব না তার কি অবস্থা, কেননা মেডিকেল দলের সঙ্গে কথা হয়নি। পাঁচদিনের মধ্যে আমাদের আরও একটি ম্যাচ আছে, তার সুস্থ হয়ে উঠার জন্য অনেক সময় পাব না আমরা। অবশ্যই এটা নিয়ে চিন্তিত।'

ম্যাচে কিন্তু বেশ এগিয়েই ছিল পর্তুগাল। বল দখল (৬৭ ভাগ) থেকে শুরু করে শটেও-পর্তুগাল (১৩ শটের মধ্যে ৮টি অফ টার্গেট, ৫টি অফ টার্গেট), উরুগুয়ে (৫ শটের মধ্যে ২টি অফ টার্গেট, ৩টি অন টার্গেট)। কিন্তু শেষ হাসি হেসেছে উরুগুয়েই।

দলের এমন পারফরম্যান্স নিয়ে ভীষণ খুশি তাবারেজ। তিনি বলেন, 'পার্থক্যটা দেখা গেছে, সব খেলোয়াড় যেমন একাগ্রতা দেখিয়েছে মাঠে। আমরা এই ধরণের ফুটবলই দেখতে চাই। কাজটা কঠিন ছিল, কারণ প্রতিপক্ষ বল দখলে এগিয়ে ছিল। তবে মানসিকতার দিক থেকে আমাদের দল খুবই শক্তিশালী। যে কোনো প্রতিপক্ষের বিপক্ষেই আমরা নিজেদের একতার উপর জোর দেই।'

এমএমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।