হারলেও কাতার বিশ্বকাপ নিয়ে স্বপ্ন দেখছে আর্জেন্টিনা সমর্থকরা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ঢাবি
প্রকাশিত: ১১:০২ পিএম, ৩০ জুন ২০১৮

আবারও স্বপ্নভঙ্গ আর্জেন্টাইন সমর্থকদের। ৩২ বছরের হতাশা ভুলে বিশ্বকাপের ট্রফি হাতে উঠবে প্রিয় দলের এমন আশায় বুক বেঁধেছেন রাশিয়া বিশ্বকাপের শুরু থেকেই। কিন্তু হলো না। নানা সমীকরণে প্রথম রাউন্ড পার হলেও দ্বিতীয় রাউন্ড থেকে ছিটকে পড়লো সাম্পাওলির দল। তাইতো হতাশায় টিভি পর্দা থেকে সরেছেন সমর্থকরা। আকাশী সাদার জন্য শুভ কামনা জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বড় পর্দাও টানানো হয়েছিল। বিজয় উল্লাসের প্রস্তুতিও ছিল বেশ। কিন্তু আর্জেন্টিনার দুর্বল ডিফেন্স সব আশাকে মাটিচাপা দিয়েছে। এদিকে আর্জেন্টিনা সমর্থকরা যখন স্বপ্নভঙ্গের শোকে কাতর, তখন খুশিতে বাকবাকুম বিরোধীরা। হলে হলে বিজয় উল্লাসে মেতেছে তারা।

শনিবার রাতে খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে টিভি পর্দা থেকে নীরবে সরেছেন আর্জেন্টিনা সমর্থকরা। তবে কাতার বিশ্বকাপের জন্য নতুন করে আশা বুক বেঁধেছেন কেউ কেউ।

টিএসসিতে বড় পর্দায় খেলা দেখতে আসা সূর্যসেন হলের আবু রায়হান বলেন, ‘বড় আশা নিয়ে খেলা দেখতে বসেছিলাম। কিন্তু আর্জেন্টিনার দুর্বল ডিফেন্স ম্যাচ থেকে ছিটকে দিয়েছে তাদের। মেসির জন্য খুব কষ্ট হচ্ছে। তবে আমরা আশাবাদী কাতার বিশ্বকাপে ঘুরে দাঁড়াবে তারা।’

শহীদ সার্জেন্ট জহুরুল হলে বড় পর্দায় খেলা দেখতে আসা তৌফিক রায়হান বলেন, ‘খেলায় হার জিত থাকবে। এটা নিয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই। ব্রাজিলের খেলা এখনও বাকি এটা তাদের সমর্থকদের মনে রাখা দরকার।’

রোকেয়া হলের শিক্ষার্থী রুমানা আহমেদ বলেন, ‘ডিফেন্স ছাড়া আর্জেন্টিনা ভালো খেলেই হেরেছে আজ। ইনশাল্লাহ আগামীর কাতার বিশ্বকাপ আর্জেন্টিনার হাতে উঠবে। কারণ এবারের ভুলগুলো শুধরে নিতে পারবে তারা।’

এমএইচ/জেএইচ

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।