আর্জেন্টিনার কাছে হারলেও চাকরি হারাবেন না ফ্রান্সের কোচ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:২২ এএম, ৩০ জুন ২০১৮

রাশিয়া বিশ্বকাপ শুরুর ঠিক আগে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের প্রধান কোচের পদ থেকে পদত্যাগ করেন ফ্রান্সের কিংবদন্তী ফুটবলার জিনেদিন জিদান। গুঞ্জন ছড়ায় বিশ্বকাপ শেষেই নিজ দেশের দায়িত্ব নেবেন তিনি। যার ফলে চাকরিচ্যুত হবেন ফ্রান্সের বর্তমান কোচ দিদিয়ের দেশম।

তবে দেশম যদি বিশ্বকাপ জেতাতে পারেন তাহলে তাকেই রেখে দিবে ফ্রান্স ফুটবল ফেডারেশন (এফএফএফ), এমনটাই শোনা যাচ্ছিল চারিদিকে। এসব গুঞ্জনকে বাতাসে উড়িয়ে দিয়েছেন এফএফএফ প্রধান নোয়েল গ্রেত।

এফএফএফ প্রধান জানিয়েছেন বিশ্বকাপের ফলাফল যাইহোক না কেন, চুক্তি শেষ না হওয়া পর্যন্ত ফ্রান্সের দায়িত্বেই থাকবেন দেশম। শনিবার শেষ ষোলর ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি হবে ফ্রান্স। ইতিহাস-ঐতিহ্যে আলবিসেলেস্তেদের চেয়ে অনেক পিছিয়ে ‘লা ব্লুজ’রা।

ম্যাচের আগের দিন সংবাদ মাধ্যতে গ্রেত বলেন, ‘আমি সবসময় চুক্তি সম্পন্ন করি। দেশমের সাথে আমাদের ২০২০ সাল পর্যন্ত চুক্তি রয়েছে। এখন ফলাফল বা পরিস্থিতি যত যাই হোক, সে চুক্তির মেয়াদ থাকাকালীন সময়ে আমাদের সাথেই থাকবে।’

এসময় আর্জেন্টিনার বিপক্ষে শেষ ষোলর ম্যাচটি ফ্রান্সই জিতবে বলে ভবিষ্যতবাণী করেছেন গ্রেত। তিনি বলেন, ‘ম্যাচটা ফ্রান্সই জিতবে। শেষ ম্যাচে দল মজবুত ছিল। হয়তো তেমন কোন গোলের সুযোগ তারা তৈরি করেনি তবে পুরো ম্যাচে একবারও পিছিয়ে ছিল না তারা।’

এসএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।