ট্রাম্পের চোখে বর্তমান যুগের সেরা খেলোয়াড় রোনালদো

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২:১৯ পিএম, ২৯ জুন ২০১৮

ফুটবল বিশ্বকাপকে কেন্দ্রকে করে পুরো বিশ্বের চোখ এখন রাশিয়ায়। বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ফুটবল উন্মাদনায় মেতেছে সারা বিশ্ব। বিশ্বকাপে যুক্তরাষ্ট্র সুযোগ না পেলেও বিশ্বকাপের প্রতি যেন আগ্রহের কমতি নেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।

সম্প্রতি পর্তুগিজ প্রেসিডেন্ট মারসেলো রেবেলো ডি সুজার সাথে দেখা করার পর সেই বিষয়টি আরও স্পষ্ট হয়ে উঠলো। মূলত ইউরোপিয়ান ইউনিয়নের সাথে আমদানিকৃত পণ্যের দাম বাড়ানোর বিষয়টি নিয়েই বৈঠকে বসে এই দু’দেশের রাষ্ট্রপতি।

তবে রাজনৈতিক আর অর্থনৈতিক বিষয়কে ছাপিয়েও মুখ্য হয়ে ওঠে বিশ্বকাপে নিয়ে এই দুই রাষ্ট্রপতির আলাপ-আলোচনা। হঠাৎ সাক্ষাতের মাঝেই ট্রাম্পকে রেবেলো বলে বসে, ‘যদি এখন রাশিয়া যাও তবে অবশ্যই সেখানে আমাদের পাবে। বিশ্বকাপের জন্য লড়ছে আমাদের দল।’

শুধু এখানেই শেষ নয় রোনালদোকে বর্তমান সময়ের সেরা খেলোয়াড় বলায় রেবেলোর সাথে একাত্মতা প্রকাশ করে ট্রাম্প বলেন, ‘তারা (পর্তুগিজ) সেখানে বেশ ভালই করছে।’

বিশ্বকাপ নিয়ে তাদের কথা এখানেই থেমে থাকেনি। ক্রিশ্চিয়ানো রোনালদোকে বিশ্ব সেরা খেলোয়াড় বলার সময় ট্রাম্প মজা করে রেবেলোকে বলে বসেন, ‘হ্যাঁ আমি জানি সে খুব ভাল করছে। তবে সে কি কখনও তোমার বিরুদ্ধে নির্বাচন করবে?’ অবশ্য এর উত্তরটাও বেশ ভালভাবেই দিয়েছে পর্তুগিজ রাষ্ট্রপতি। রেবেলোও মজা করে বলেন, ‘এটা তোমার আমেরিকা নয়।’

এসএস/এসএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।