সকালে মস্কোতে অনুশীলন করেই কাজানের ফ্লাইট ধরবেন মেসিরা

রফিকুল ইসলাম
রফিকুল ইসলাম রফিকুল ইসলাম , বিশেষ সংবাদদাতা মস্কো, রাশিয়া থেকে
প্রকাশিত: ০৯:১১ পিএম, ২৮ জুন ২০১৮

দুই দিন আগে যুদ্ধ জয় করে সেন্ট পিটার্সবার্গ থেকে মস্কো ফিরেছে আর্জেন্টিনা। নাইজেরিয়াকে হারিয়ে বিশ্বকাপের দ্বিতীয় পর্ব নিশ্চিত করার পর মেসিরা ফুরফুরে মেজাজে। যদিও দুইবারের চ্যাম্পিয়নরা জানে, তাদের সব পাওয়া হয়ে যায়নি। পথ এখনো অনেক বাকি। গত বিশ্বকাপে চিরশত্রু ব্রাজিলের মাটিতে খেলেছে ফাইনাল। এবার অন্তত বিশ্বকাপের শেষ মঞ্চে তো যেতে চাইবে হোর্হে সাম্পাওলির দল।

২৬ জুন সেন্ট পিটার্সবাগ স্টেডিয়ামে গুরুত্বপূর্ণ ম্যাচ জিতে মেসিরা ফিরে এসেছেন মস্কোর বেস ক্যাম্পে। রাশিয়ার রাজধানী মস্কোর সিটি সেন্টার থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে ব্রনোস্তি নামের এক নিরিবিলি জায়গায় বেস ক্যাম্প আর্জেন্টিনার। সেখান থেকেই ম্যাচ ভেন্যুতে গিয়ে খেলে আবার ছুটে আসে তাদের আস্তানায়।

সিরোয়েজকিন স্পোর্টস স্কুলের মাঠেই অনুশীলন করে আর্জেন্টিনা। ৩০ জুন ফ্রান্সের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে নামার আগে মস্কোতে তাদের শেষ অনুশীলন হবে শুক্রবার সকালে। সকাল ১০ টা থেকে ১১ টা-এই এক ঘন্টা অনুশীলন করেই মেসিরা ধরবেন কাজান যাওয়ার ফ্লাইট। শহরের কাজান এরেনায় পরের দিন শেষ ষোলোর ম্যাচে আর্জেন্টিনা মুখোমুখি হবে ফ্রান্সের।

মস্কোর ১ ঘন্টার অনুশীলন গণমাধ্যমের জন্য উম্মুক্ত রাখা হবে মাত্র ১৫ মিনিট। অনুশীলন শুরুর প্রথম ১৫ মিনিট দেখতে পারবেন গণমাধ্যমকর্মীরা। পরের ৪৫ মিনিট হবে মেসিকে বদ্ধদুয়ার অনুশীলন। শুক্রবারই আর্জেন্টিনা চলে যাবে কাজান। কাজান এরেনায় তারা আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করবে ওই দিন সন্ধ্যা ৭ টায়।

আরআই/এমএমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।