‘ব্রাজিল প্রমাণ করেছে কেন তারা ভালো দল’

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:৫৩ পিএম, ২৮ জুন ২০১৮

নিজেদের প্রথম ম্যাচে কোস্টারিকার বিপক্ষে জয় পেয়ে দারুণভাবে শুরু করলেও শেষ দুই ম্যাচে সুইজারল্যান্ড আর ব্রাজিলের কাছে হেরে বিশ্বকাপ থেকে ইতোমধ্যেই বিদায় নিয়েছে সার্বিয়া। শেষ ম্যাচে ব্রাজিলের কাছে ২-০ গোলে হেরে শেষ ষোল’তে যাওয়ার স্বপ্ন বিসর্জন দিতে হয় ম্লাদেন ক্রাসতজিচের শিষ্যদের।

তবে বেশ সহজভাবেই ব্রাজিলের বিপক্ষে এই হারকে মেনে নিলেন সার্বিয়ার কোচ। সাথে সাথে বেশ প্রশংসা করলো ব্রাজিল দলের। বললেন এবারের বিশ্বকাপের যোগ্য দাবিদার তারা।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ম্লাদেন ক্রাসতজিচ বলেন, ‘তারা তাদের ব্যক্তিগত গুন এবং রক্ষনভাগে শৃঙ্খলা রেখে পুরো ম্যাচে খেলে গিয়েছে। আর এটাই তাদের এতো শক্তিশালী দল হিসেবে তৈরি করেছে। ম্যাচে প্রমাণ করেছে কেন তারা এতো ভাল দল। জয়টা তাদেরই প্রাপ্য। আর এজন্যই এই বিশ্বকাপ নেওয়ার বড় দাবিদার তারা। তবে হারকে দূরে ঠেলে আমি আমার খেলোয়াড়দের অভিনন্দন জানাবো। তাদের কঠোর পরিশ্রম আর আর লড়াই করার মানসিকতাকে আমি সাধুবাদ জানাই।’

তবে শুধু নিজেদের নিয়েই নয়। সার্বিয়ান এই কোচ কথা বললেন বিশ্বকাপ থেকে বাদ পড়া বর্তমান বিশ্বজয়ী জার্মানিকে নিয়েও। ক্রাসতজিচ বলেন, ‘বিশ্বকাপের পূর্বে ব্রাজিলই ছিল এই বিশ্বকাপের সবচেয়ে বড় দাবিদার। জার্মানি, স্পেন আর আর্জেন্টিনাও সেই কাতারেই পড়ে। তবে আপনাকে মনে রাখতে হবে এটা ফুটবল। আর এখানে যেকোনো সময়ে যেকোনো কিছুই ঘটে যেতে পারে।’

এসএস/আরআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।