ফ্রান্সের বিপক্ষে খেলতে চান লো সেলসো

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৬:৩৮ পিএম, ২৮ জুন ২০১৮

বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে উঠলেও সেখানে ইউরোপের শক্তিশালী দল ফ্রান্সের মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা। গ্রুপ পর্বে দ্বিতীয় ম্যাচ হেরেও শেষ ম্যাচ জিতে বিশ্বকাপ স্বপ্ন বাঁচিয়ে রেখেছে সাম্পাওলির দল। কিন্তু কোচের ফরমেশন এবং খেলোয়াড় বাছাই নিয়ে এখনো চলছে কাটাছেড়া। টুর্নামেন্টে একটি ম্যাচও নামার সুযোগ হয়নি আর্জেন্টাইন মিডফিল্ডার লো সেলসোর। খেলার জন্য কতটা উদ্গ্রীব তিনি, এবার সেটাই জানালেন।

শনিবার গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে সংবাদ সম্মেলনে আসেন লো সেলসো। এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই পিএসজি তারকা বলেন, ‘আমি যেখানেই খেলি না কেন চেষ্টা করবো দলের হয়ে অবদান রাখতে। অবশ্যই আমি খেলতে চাই অন্য খেলোয়াড়দের মত। কিন্তু আমি দিনের পর দিন নিজেকে আরো পরিণত করার চেষ্টা করছি।’

ফ্রান্সের সঙ্গে লড়াইটা যে সহজ হবে না সেটা জানেন লো সেলসোও। ফ্রেঞ্চ ক্লাব পিএসজিতে খেলার কারণে সেখানকার ফুটবলারদের ভালই চেনেন এই মিডফিল্ডার। ‘আমরা জানি, আমরা খুব কঠিন প্রতিপক্ষের বিপক্ষে নামতে যাচ্ছি। তাদের খুব ভালো খেলোয়াড় রয়েছে এবং তারা গ্রুপ পর্বেও অপরাজিত ছিল। কিন্তু আমাদের কাছেও রয়েছে অস্ত্র এবং আশা করছি ভালো একটি ম্যাচ হবে।’

গ্রুপ পর্বে ফ্রান্স তিনটি ম্যাচের একটিতেও হারের মুখ দেখেনি। তাছাড়া তিন মহাদেশের তিনটি ভিন্ন দলের মুখোমুখি হয়েছিল তারা। লো সেলসো বলেন, ‘গ্রুপ পর্বে আমরা তিনটি ভিন্ন দলের মুখোমুখি হয়েছিলাম। ফ্রান্সের রয়েছে গতি এবং আক্রমণাত্মক কিছু ফুটবলার। কিন্তু আমরা সবাইকে সম্মান করি।’

আরআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।