মেসিকে আটকাবেন বন্ধু উমতিতি

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫:৫০ পিএম, ২৮ জুন ২০১৮

বার্সেলোনাতে খেলে থাকেন একসঙ্গে। সদ্য শেষ হওয়া মৌসুমেও ক্লাবের হয়ে দুজনে মিলে জিতেছেন দুটি ট্রফি। কিন্তু জাতীয় দলের হয়ে খেলার সময় আর বন্ধু থাকছেন না তারা। শনিবার বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে উমতিতির ফ্রান্স মুখোমুখি হচ্ছে মেসির আর্জেন্টিনার। সেই ম্যাচে মেসির সঙ্গে আর বন্ধুত্ব থাকবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ফ্রান্সের রক্ষণভাগের এই ফুটবলার।

বিশ্বকাপকে সামনে রেখে সাংবাদিক সম্মেলনে ফ্রান্সের হয়ে কথা বলতে আসেন উমতিতি। সেখানেই আর্জেন্টাইন দৈনিক ‘ওলে’র এক প্রশ্নের জবাবে উমতিতি বলেন, ‘আমি আমার সাধ্যমত চেষ্টা করবো তাকে আটকানোর। আমরা বন্ধু কিন্তু শনিবার আমরা আর বন্ধু থাকছি না। আমি কি আমার বন্ধুর হার চাইবো? এই ক্ষেত্রে আমি অবশ্যই চাইবো তারা হারুক।’

দ্বিতীয় রাউন্ডের ম্যাচে এই মেসিকে আটকানোর দায়িত্বই নিচ্ছেন আর্জেন্টাইন তারকার ক্লাব সতীর্থ উমতিত। ‘সত্যি কথা বলতে সতীর্থ হিসেবে তার সঙ্গে এবং এবং প্রতিপক্ষ হিসেবে তাকে মার্ক করে খেলাটা খুব কষ্টকর। শুধু তার দিকেই আমাদের নজর থাকছে না। তাদের বানেগা রয়েছে, হিগুয়াইন রয়েছে তাছাড়া অন্য অনেক ভালো খেলোয়াড় রয়েছে।’

মেসিকে আটকানোর দায়িত্ব নিজের কাঁধে নিলেও ক্লাব পর্যায়ে মেসির সঙ্গে প্রতিদিনই অনুশীলন করেন উমতিতি। সেসব সময়ের কথা মনে করে তিনি বলেন, ‘আমার কিছু স্বপ্ন আমি পূরণ করেছি বার্সায় এসে। যার ভেতর একটি ছিল মেসির সঙ্গে খেলা। সে অসাধারণ ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষ যে সবসময় জিততে চায়। মেসির তুলনা কারোর সঙ্গে হতে পারে না।’

আরআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।