জার্মানির ক্রুসকে ব্যঙ্গ করছে ব্রাজিলিয়ান সমর্থকরা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫:১৪ পিএম, ২৮ জুন ২০১৮

বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। গ্রুপ পর্বের তিন ম্যাচের ভেতর দুটিতেই হারতে হয়েছে জার্মানদের। দ্বিতীয় ম্যাচে সুইডিশদের বিপক্ষে জয়সূচক গোলটি করে জার্মানদের আশা যুগিয়েছিলেন টনি ক্রুস। কিন্তু শেষ ম্যাচে আর পারেননি। এবার তার উপরে চটেছেন ব্রাজিলিয়ান সমর্থকরা।

মূলত, ২০১৭ সালে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে টনি ক্রুসের এক পোস্টকে নতুন করে সামনে এনে তাকে ব্যঙ্গ করছে ব্রাজিলিয়ান সমর্থকরা। ২০১৭ সালের জানুয়ারি মাসের ১ তারিখে দেওয়া সেই পোস্টে ক্রুস জার্মানি ও ব্রাজিলের পতাকা ব্যবহার করে তারিখটিকে ইঙ্গিত করেন। ২০১৪ বিশ্বকাপে ব্রাজিলকে সেমিফাইনালে ৭-১ গোলে হারানোর ম্যাচে গোলও করেছিলেন ক্রুস। এজন্যই তিনি এরকম ব্যঙ্গাত্বক ছবি পোস্ট করেন।

jagonews24

এবার সেটিই কাল হয়ে দাঁড়ালো তার জন্য। টুইটারে অনেক ব্রাজিলিয়ানরা ক্রুসের সেই ছবি সামনে এনে তাকে রিটুইট করছে। স্ক্রিনশট নিয়ে নিজেরাও ব্যঙ্গাত্বক কথা দিয়ে সেটি পোস্ট করছে। অনেকে ক্রুসের পোস্টের মতই কোরিয়া-জার্মানির পতাকা দিয়ে পোস্ট করছেন।

আরআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।