গুরুতর নয় মার্সেলোর ইনজুরি
বুধবার রাতে সার্বিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে ২-০ গোলে জিতেছে ব্রাজিল। তিন ম্যাচে ২ জয় ও ১ ড্র’তে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই পরের রাউন্ডে উন্নীত হয়েছে তারা। তবে ব্রাজিলিয়ানদের চিন্তার কারণ হয়ে এসেছিল ম্যাচের শুরুর দিকেই অভিজ্ঞ ডিফেন্ডার মার্সেলো ভিয়েরার ইনজুরি।
ম্যাচ শুরুর মাত্র ৯ মিনিটের মাথায় খেলা চলাকালীন হুট করেই থেমে যান মার্সেলো। নিজের পায়ে থাকা বল বাইরে পাঠিয়ে থামিয়ে দেন খেলা, পরে দলের ফিজিওর সাথে করে চলে যান মাঠের বাইরে। তার বদলে মাঠে নামের ফিলিপ্পে লুইস।
ম্যাচ চলাকালীন সময়েই দুশ্চিন্তা চলতে থাকে মার্সেলোর ইনজুরির ব্যাপারে। কতটা গুরুতর তার ইনজুরি, পরের ম্যাচে খেলতে পারবেন কিনা তিনি- এমন প্রশ্ন ঘুরতে থাকে সবার মনে। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে সবার দুশ্চিন্তা দূর করে দিয়ে একটি বার্তা দেয় ব্রাজিলের ফুটবল ফেডারেশন।
টুইট বার্তায় লিখে, ‘মার্সেলোর ব্যাপারে তথ্য হলো – ম্যাচের শুরুর দিকে সে মেরুদণ্ডে ব্যথা অনুভব করে। যার ফলে খেলা চালিয়ে নিতে পারছিল না। আমরা প্রাথমিক চিকিৎসা দেয়ার পর সে এখন সুস্থ্য। আশা করছি শীঘ্রই মাঠে ফিরবেন মার্সেলো।’
ব্রাজিলের পরবর্তী ম্যাচ আগামী ২ জুলাই সোমবার। দ্বিতীয় রাউন্ডের ম্যাচে মেক্সিকোর মুখোমুখি হবে তারা। সেই ম্যাচের আগে মার্সেলো মাঠে ফিরবেন কিনা সেটিই এখন দেখার বিষয়।
এসএএস/জেআইএম