ফ্রান্সের বিপক্ষে অপরিবর্তিত একাদশ নিয়ে নামবে আর্জেন্টিনা!

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:১৭ এএম, ২৮ জুন ২০১৮

হোর্হে সাম্পাওলির অধীনে এখনো পর্যন্ত কোন ম্যাচেই অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামেনি আর্জেন্টিনা। প্রতি ম্যাচের একাদশেই কোন না কোন পরিবর্তন জুড়ে দিয়েছেন সাম্পাওলি। তবে চলতি বিশ্বকাপের দ্বিতীয় পর্বে প্রথমবারের মতো অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামার সম্ভাবনা দেখা দিয়েছে আর্জেন্টাইনদের।

শনিবার দ্বিতীয় রাউন্ডের ম্যাচে ফ্রান্সের মুখোমুখি হবে আর্জেন্টিনা। সেলক্ষ্যে বুধবার স্থানীয় সময় দুপুর ২টার পর থেকেই অনুশীলনে নেমে পড়েছে আলবিসেলেস্তেরা। মস্কোর খানিক বাইরে ব্রোনোৎসিতে আর্জেন্টিনার অনুশীলন ক্যাম্প ঘুরে দেশটির সংবাদ মাধ্যম ‘টাইস স্পোর্টস’ জানিয়েছে ফ্রান্সের বিপক্ষে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামতে পারে আর্জেন্টাইনরা।

মঙ্গলবার নাইজেরিয়ার বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে জেতার পর বেশ ফুরফুরে মেজাজেই দেখা গেছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। দলের উপর নিজের নিয়ন্ত্রণও পুনরায় নিয়েছেন সাম্পাওলি। তবে এবার আর কোন পরিবর্তিত ম্যাচ পরিকল্পনা ও পরিবর্তি একাদশ নিয়ে মাঠে নামার ইচ্ছে নেই আর্জেন্টাইন কোচের।

আর্জেন্টিনা দলে নেই কোন ইনজুরি, নেই কোন খেলোয়াড়ের কার্ডজনিত সমস্যাও। মেসি, মাচেরানোর, বানেগারা একটি করে হলুদ কার্ড দেখলেও, তাদের ছাড়া আর্জেন্টাইন একাদশ কল্পনা করা অসম্ভব। তাই শনিবার ফ্রান্সের বিপক্ষে হয়তো প্রথমবারের মতো সাম্পাওলির অধীনে অপরিবর্তিত একাদশে মাঠে নামবে আর্জেন্টিনা।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
ফ্রাংকো আরমানি, নিকোলাস ওটামেন্ডি, গ্যাব্রিয়েল মার্কাদো, নিকোলাস তালিয়াফিকো, মার্কস রোহো, এভার বানেগা, হ্যাভিয়ের মাচেরানো, এনজো পেরেজ, গঞ্জালো হিগুয়াইন, লিওনেল মেসি ও এঞ্জেল ডি মারিয়া।

এসএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।