মেসি বলেছিল যে’ই সুযোগ পাবে শট নিয়ে নেবে : রোহো

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩:১২ পিএম, ২৭ জুন ২০১৮

নাইজেরিয়ার বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মার্কোস রোহোর শেষ মুহূর্তে গোলে দ্বিতীয় রাউন্ডের টিকিট পেয়েছে আর্জেন্টিনা। ডিফেন্ডার হয়েও ম্যাচের ৮৬তম মিনিটে আর্জেন্টিনার জয়সূচক গোলটি করেছিলেন রোহো। ম্যাচের প্রথমার্ধের বিরতির সময়ই এই গোল করার তাগিদ দিয়েছিলেন অধিনায়ক লিওনেল মেসি, ম্যাচশেষে এমনটাই জানিয়েছেন রোহো।

ম্যাচের ১৪তম মিনিটে মেসির দুর্দান্ত এক গোলে প্রথম লিড পায় আর্জেন্টিনা। পরে ভিক্টর মোসেসের গোলে সমতা ফেরায় নাইজেরিয়া। শেষদিকে মনে হচ্ছিল ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হবে আর্জেন্টাইনদের, বাদ পড়তে হবে প্রথম পর্ব থেকে। ঠিক তখনই আসে রোহোর গোল, উল্লাসে ফেটে পড়ে সারা বিশ্বের কোটি আর্জেন্টাইন সমর্থক।

ম্যাচ শেষে সংবাদ মাধ্যমে রোহো বলেন, ‘বিরতির সময় মেসি আমাদের অনেক উৎসাহ দিয়েছে। আমাদের গোলের জন্য তাগিদ দিয়েছে। সে বলছিল, ‘হয়তো এখনই হবে না হয় আর কখনোই না। আমরা সবাই আক্রমণ করবো, যেই সুযোগ পাবো শট নিবো।’ মেসির এই কথাতেই আমাদের মনোবল আরও বেড়ে গিয়েছিল।’

রোহো আরও যোগ করেন, ‘মেসি আমাদের অধিনায়ক। সে আমাদের নেতা। মেসি বিশ্বের সেরা অধিনায়ক। জয়সূচক গোল করাটা আমার জন্য বিশেষ অনুভূতি। আমরা হয়তো গোল খেয়ে যেতাম কিন্তু মেসি জয়ের জন্য একরোখা ছিল। জয়ব্যতীত কিছু ভাবেওনি সে। সে ও মাচেরানো আমাকে বলছিল সামনে দৌড়াতে। গোল করার অবস্থায় থাকলে অবশ্যই বারে শট নিতে। মেসি নেতা, মেসি সেরা।’

নাইজেরিয়াকে ২-১ গোলে হারিয়ে দ্বিতীয়ার্ধের টিকিট পেয়েছে আর্জেন্টিনা। শনিবার শেষ ষোলর ম্যাচে শক্তিশালী ফ্রান্সের মুখোমুখি হবে তারা।

এসএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।