৬৬২ মিনিট পর বিশ্বকাপে মেসির গোল

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১:১৯ এএম, ২৭ জুন ২০১৮

হাফ ছেড়ে বাঁচা বুঝি একেই বলে। গোল পাচ্ছিলেন না। অনেক চেষ্টা করেও গ্রুপের প্রথম দুই ম্যাচে অধরা গোল যেন তার কাছে ধরা দিচ্ছিল না। ক্লাব লেভেলে যিনি গোলের পর গোল করে আসছেন সেই লিওনেল মেসি বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে গোল পাননি।

বিশ্বকাপের হট টপিকসের ভেতর সবার উপরে বোধহয় এটাই। সেই মেসি বিশ্বকাপে গোলখরা কাটালেন। দীর্ঘ ৬৬২ মিনিট পর বিশ্বকাপে গোলের দেখা পেলেন লিওনেল মেসি।

২০১৪ বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে এই নাইজেরিয়ার বিপক্ষেই জোড়া গোল করেছিলেন ক্ষুদে যাদুকর। সেই শেষ। এরপর দ্বিতীয় রাউন্ড, কোয়ার্টার ফাইনাল, সেমি ফাইনাল, ফাইনাল গেলেও গোল ধরা দিচ্ছিল না তার পায়ে। আসলো ২০১৮ বিশ্বকাপ। এবার যেন মেসি আরও মলিন।

কিন্তু সব সমালোচনার জবাব দিতে সেই নাইজেরিয়াকেই বেছে নিলেন। দীর্ঘ ৬৬২ মিনিট পর বিশ্বকাপে আবারও গোল পেলেন তিনি। এই গোলের ফলে তৃতীয় আর্জেন্টাইন ফুটবলার হিসেবে তিনটি বিশ্বকাপে গোল করার রেকর্ড গড়লেন বার্সেলোনার এই তারকা।

আরআর/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।