অভ্যন্তরীণ কোন্দলের কথা এড়িয়ে গেলেন আর্জেন্টিনার কোচ সাম্পাওলি

রফিকুল ইসলাম
রফিকুল ইসলাম রফিকুল ইসলাম , বিশেষ সংবাদদাতা সেন্ট পিটার্সবার্গ, রাশিয়া থেকে
প্রকাশিত: ১২:৪২ এএম, ২৬ জুন ২০১৮

কোনো মিল পাওয়া গেল না আইসল্যান্ড ও ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনের হোর্হে সাম্পাওলি আর নাইজেরিয়ার ম্যাচের আগের সাম্পাওলির সঙ্গে। সোমবার সেন্ট পিটার্সবার্গে আর্জেন্টিনার কোচ যখন গোলরক্ষক ফ্রাঙ্কো আরমানিকে নিয়ে সংবাদ সম্মেলন কক্ষে ঢুকলেন তখন তার চোখে-মুখে রাজ্যের অন্ধকার।

ক্রোয়েশিয়ার কাছে হারের পর দলের অভ্যন্তরীণ কোন্দল নিয়ে নানা কথা ভেসেছে আকাশে। এসব প্রশ্নের জবাব দিতে হবে-সে প্রস্তুতি তিনি নিয়েই এসেছিলেন। তার প্রস্তুতি ছিল ওই বিষয়টি এড়িয়ে যাওয়ার। করলেনও তাই।

প্রথমেই তাকে উত্তর দিতে হয়েছে ক্রোয়েশিয়ার কাছে হারের পর এ কয়দিন কীভাবে কেটেছে তাদের। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্টের সঙ্গে কয়েক দফা সভা করেছেন তিনি। সেখানে কী কী আলোচনা হয়েছে- এ প্রশ্নের মুখোমুখিও হয়েছিলেন মেসিদের কোচ।

তবে হোর্হে সাম্পাওলি তাদের সব আলোচনাকে একান্তই ব্যক্তিগত হিসেবে উল্লেখ করে বলেছেন, ‘আমাদের অনেক সভা ও আলোচনা হয়েছে। সেখানে কী আলোচনা হয়েছে তা নিয়ে সত্য-মিথ্যা কিছুই বলবো না। সব আলোচনাই ছিল আমাদের প্রাইভেট।’

আর্জেন্টিনার কোচ হোর্হে সাম্পাওলি বলেছেন, তাদের সামনে লক্ষ্য ৫ ম্যাচ জেতা। আর মঙ্গলবার নাইজেরিয়ার বিরুদ্ধে তাদের সে মিশন শুরু হচ্ছে। সোমবার সেন্ট পিটার্সবার্গে নাইজেরিয়ার বিরুদ্ধে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে সাম্পাওলি বলেছেন, ‘পেছনের দুই ম্যাচ নিয়ে আমাদের কোনো আলোচনা নেই। আমরা আরো ৫ ম্যাচ খেলার কথা ভাবছি। যা শুরু হবে নাইজেরিয়ার বিরুদ্ধে খেলা দিয়ে।’

আর্জেন্টিনার কোচ বলেছেন, ‘হারের পর এ কয়টা দিন আমাদের খুই কঠিন গেছে। এটা ছিল আমার জন্য বেদনাদায়ক। তবে এখন সব ঠিক আছে। আমরা সর্বশেষ ম্যাচে হারের কারণ খুঁজছি। আমরা জানি দেশের মানুষের আমাদের কাছে অনেক প্রত্যাশা।’

ক্রোয়েশিয়ার কাছে হারের দায় নিজের কাঁধে নিয়ে হোর্হে সাম্পাওলি বলেন, ‘যে ম্যাচ হেরেছি তার দায় আমার। এখনো আমাদের দ্বিতীয় রাউন্ডে ওঠার সুযোগ আছে। আমরা কেন হেরেছি তা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করেছি। আমার বিশ্বাস নাইজেরিয়ার বিরুদ্ধে দল ভালো খেলে শেষ ষোলো নিশ্চিত করবে। আমাদের এখন সব নজর নাইজেরিয়া বিরুদ্ধে ম্যাচে।’

আর্জেন্টিনার কোচ হারজিতকে খেলার অংশ হিসেবে উল্লেখ করে বলেছেন, ‘ম্যাচে কখনো জিতবো, কখনো হারবো। কিন্তু আমরা প্রতিটি ম্যাচে লড়াই করি জয়ের জন্যই।’

নাইজেরিয়ার বিরুদ্ধে তার দলের লাইনআপটা কেমন হতে পারে এমন প্রশ্নের জবাবে আর্জেন্টিনার কোচ বলেছেন, ‘এ ম্যাচে আমার একাদশ কেমন হবে তা এখানে বলছি না। কারণ, এখনো একাদশ ঠিক করিনি। তবে অভিজ্ঞরাই খেলবে। এটা বলতে পারি আর্জেন্টিনা জয়ের জন্যই খেলতে নামবে এবং জয়ের জন্য সবকিছু করবে।’

দলের সেরা খেলোয়াড় মেসি প্রসঙ্গে আর্জেন্টিনার বক্তব্য ছিল কৌশলগত। মেসির পারফরম্যান্স প্রসঙ্গে সাম্পাওলি বলেন, ‘আমি চাই মেসির বলের সঙ্গে আরো বেশি করে সম্পৃক্ত থাকুক।’

গোলরক্ষক ফ্রাঙ্কো আরমানি বলেছেন, ‘আমাদের সুযোগ আছে। নাইজেরিয়াকে হারিয়ে সে সুযোগ নিশ্চিত করতে হবে আমাদের। মানসিকভাবে আমরা সব খেলোয়াড়ই মানসিকভাবে প্রস্তুত আছি। আমাদের আত্মবিশ্বাস ম্যাচ জিততে পারবো, আমাদের জিততে হবে।’

নিজের সম্পর্কে আরমানি বলেন, ‘কোচ এখনো লাইনআপ চূড়ান্ত করেনি। আমি জানি না খেলবো কিনা। তবে আমি প্রতিদিনই কঠিন পরিশ্রম করছি মাঠে সেরাটা দিতে। আমি ফিট ও প্রস্তুত আছি। কোচ যদি আমাকে সুযোগ দেন তাহলে চেষ্টা করবো মাঠে সেরাটা দিতে। আমি জানি মাঠে কি করতে হবে।’

আরআই/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।