পেনাল্টি ঠেকালেন বিশ্বকাপের সবচেয়ে বুড়ো গোলরক্ষক

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:৫১ পিএম, ২৫ জুন ২০১৮

বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে মাঠে নামার কীর্তি গড়লেন মিসর গোলরক্ষক এসাম আল হাদারি। সৌদি আরবের বিপক্ষে যখন তিনি মাঠে নামেন তখন তার বয়স ৪৫ বছর ১৬৫ দিন। এর মাধ্যমেই কলম্বিয়ার ফরিদ ম্যানড্রাগনের ৪৩ বছর ৩ দিনে মাঠে নামার রেকর্ডকে ভেঙে দিয়েছেন মিসরের এ গোলরক্ষক।

রেকর্ডগড়া ম্যাচে মাঠে নেমেই নায়কোচিত পেনাল্টি ঠেকিয়েছেন মিসরের এ গোলরক্ষক। ম্যাচের ৪২ মিনিটে ডি বক্সে মিসরের খেলোয়াড়ের হ্যান্ডবল হওয়ায় পেনাল্টি পায় সৌদি আরব। সেই পেনাল্টি শটটি নিজের ডান দিকে ঝাপিয়ে পড়ে সেভ করেন এসাম আল হাদারি।

অবশ্য প্রথমার্ধ্বেরই অতিরিক্ত সময়ের ৭ মিনিটে আরেকটি পেনাল্টি পায় সৌদি আরব। কিন্তু সেই পেনাল্টিটি ঠেকাতে পারেননি এসাম।

ডিকেটি/এসএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।