এশিয়ান ফুটবলার হোন্ডার নজরকাড়া রেকর্ড

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:৪৫ পিএম, ২৫ জুন ২০১৮

প্রথম ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে জয়। পোল্যান্ডের বিপক্ষেও সেনেগালের জয়। নিজেদের দ্বিতীয় ম্যাচে নামার আগে তাই ফুরফুরে মেজাজেই ছিল দু দল। দারুণ উত্তেজনাকর এই ম্যাচে ২-২ গোলে ড্র করে তারা। এই ম্যাচেই প্রথম এশিয়ান ফুটবলার হিসেবে সবকটি মহাদেশে গোল করার ইতিহাস সৃষ্টি করেন কেউসুকে হোন্ডা। সংখ্যায় দেখে নেওয়া যাক সেই ম্যাচের চিত্র।

১ : প্রথম আফ্রিকান দেশ হিসেবে বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে দুই বা এর বেশি গোল করলো সেনেগাল।

১ : জাপানের একমাত্র ফুটবলার হিসেবে ৬টি ভিন্ন মহাদেশের দলের বিপক্ষে গোল করলেন হোন্ডা।

১ : প্রথম জাপানিজ ফুটবলার হিসেবে তিনটি ভিন্ন বিশ্বকাপে গোল করার রেকর্ড গড়লেন কেইসুকে হোন্ডা।

৩ : তাকাসি ইনুই জাপানের হয়ে শেষ ৩টি ম্যাচে ৩ গোল করেছেন।

৪ : বিশ্বকাপে গ্রুপ পর্বে প্রথম দুই ম্যাচে এটাই জাপানের সর্বোচ্চ পয়েন্ট। বিশ্বকাপে এর আগে কখনোই জাপান প্রথম দুই ম্যাচে ৪ গোল করতে পারেনি।

৪ : বিশ্বকাপে ৪ গোল করে এশিয়ান ফুটবলারদের ভেতর সর্বোচ্চ গোলদাতা হলেন হোন্ডা। ৯টি ম্যাচ থেকে তিনি ৪টি গোল করেন।

৫ : বিশ্বকাপে গ্রুপ পর্বে আফ্রিকান দল হিসেবে সর্বোচ্চ ৫টি ম্যাচ না হারার রেকর্ড গড়লো সেনেগাল। ১৯৯০ সালের পর থেকে ক্যামেরুনও ৫টি ম্যাচ অপরাজেয় ছিল ক্যামেরুন।

৭ : বিশ্বখ্যাত গাড়ির ব্রান্ডের নামে খেলোয়াড়দের নামের অংশ হিসেবে বিশ্বকাপে এমন খেলোয়াড়রা ৭টি গোল করলেন। হোন্ডা ৪টি, ফারারি ২টি, সুজুকি ১টি ।

১৪ : সাদিও মানে গোল করেছেন এমন ১৪টি সর্বশেষ ম্যাচে হারেনি সেনেগাল। জিতেছে ৯টি এবং ড্র করেছে ৫টি।

১৯ বছর ২৩৬ দিন : বিশ্বকাপ আফ্রিকার সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোল করলেন সেনেগালের মৌসা ভাগে।

আরআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।