শেষ ম্যাচেও মিসরের একাদশে সালাহ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৭:২৫ পিএম, ২৫ জুন ২০১৮

বিশ্বকাপ থেকে ইতোমধ্যে বিদায় নিয়েছে সৌদি আরব ও মিসর। দুই দলের জন্যেই এটা কেবল নিয়মরক্ষার ম্যাচ। মূলত সম্মানের সহিত বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার জন্যেই এ ম্যাচে মাঠে নামছে দু’দল। তবে এ ম্যাচটি মিসরের গোলকিপার এল হাদারির জন্য একটু বেশিই স্পেশাল। বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বেশি বয়সী ফুটবলার হিসেবে মাঠে নামবেন তিনি। এই ম্যাচের দলের একাদশেও রয়েছেন এই বর্ষীয়ান ফুটবলার। তাছাড়া মিসরের একাদশে শুরু থেকেই থাকছেন সালাহ।

মিসর একাদশ : এসাম এল হাদারি (অধিনায়ক), আহমেদ ফাতহি, আহমেদ হেগাজি, আলি গাবর, মোহামেদ আবদেল-শাফি, মোহামেদ এলনেনি, তারেক হামেদ, আবদালা, মোহামেদ সালাহ, ত্রেজিগেত, মারওয়ান মোহসেন।

সৌদি আরব একাদশ: আলো মোসায়লেম, আলবুরাক, ইয়াসের আল-শাহরানি, ওসামা হাওজাভি, মোতাজ, হাতান, সালমান আল-ফারাজ, আব্দুল্লাহ ওতায়েফ, সালেম আল-দাওসারি, হোসাইন আল-মোগাওভি, ফাহাদ আল-মুওয়াল্লাদ।

আরআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।