ব্রাজিলকে হারানোর ক্ষমতা রাখে সার্বিয়া!

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫:২৪ পিএম, ২৫ জুন ২০১৮

রাশিয়া বিশ্বকাপটি বড় দলগুলোর জন্য পরিণত হয়েছে সাক্ষাৎ মরণকূপে। গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচ শেষেও শেষ ষোল নিশ্চিত হয়নি বেশিরভাগ শিরোপা প্রত্যাশী দলেরই। নিজেদের শেষ ম্যাচে দ্বিতীয় রাউন্ডের টিকিট পেতে সার্বিয়ার বিপক্ষে খেলতে নামবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল।

এই ম্যাচের আগে সার্বিয়ার সহকারী কোচ মিলান রাস্তাভাচ জানিয়ে রেখেছেন ব্রাজিলকে হারানোর সামর্থ্য রয়েছে সার্বিয়ার। প্রথম দুই ম্যাচের ১টিতে হার ও ১টিতে জয়ের মুখ দেখেছে সার্বিয়া। শেষ ম্যাচে ব্রাজিলকে হারিয়ে দিলে সরাসরি দ্বিতীয় রাউন্ডে চলে যাবে তারা।

এছাড়া ব্রাজিলের বিপক্ষে ড্র করেও শেষ ষোলতে যেতে পারবে সার্বিয়ানরা। সেক্ষেত্রে সুইজারল্যান্ডকে হেরে যেতে হবে কোস্টারিকার বিপক্ষে। এই সুইজারল্যান্ডের বিপক্ষেই ২-১ গোলে হেরেছে সার্বিয়া। এখন তাদের পরাজয়েই সুগম হবে সার্বিয়ানদের পথ।

তবে সুইসদের দিকে তাকিয়ে থাকার ইচ্ছে নেই সার্বিয়ান সহকারী কোচের। রোববার নিজেদের অনুশীলন ক্যাম্পে সংবাদ মাধ্যমে রাস্তাভাচ বলেন, ‘আমরা জানি ব্রাজিল দলটা খুবই শক্তিশালী। তাই তাদের খেলার খুঁটিনাটি বেশ গুরত্বের সাথে বিশ্লেষণ করেছি। তাদের বিপক্ষে ম্যাচটা সম্পূর্ণ আলাদা একটা ম্যাচ হবে। আমরা তাদের হারানোর সামর্থ্য রাখি। আশা করি সব আমাদের পক্ষেই আসবে।’

আগামী ২৭ জুন বুধবার মস্কোর স্পার্টাক স্টেডিয়ামে ব্রাজিলের মুখোমুখি হবে সার্বিয়া। বাংলাদেশ সময় রাত বারোটায় শুরু হবে ম্যাচটি।

এসএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।