বিশ্বের কারও সঙ্গে হ্যারি কেইনকে বদলাবেন না ইংল্যান্ড কোচ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:৪৩ এএম, ২৫ জুন ২০১৮

আপাতত ইংল্যান্ডের সেরা খেলোয়াড় হ্যারি কেইন। অন্য দলে অবশ্য লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো তারকাও আছেন। তবে যদি সুযোগও হয় আর কারও সঙ্গে খেলোয়াড় বদলের, তবেও হ্যারি কেইনকে বদলে আর কাউকে নেবেন না ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেট। শিষ্যের প্রশংসায় রীতিমত পঞ্চমুখ তিনি।

এবারের বিশ্বকাপে দারুণ শুরু করেছেন হ্যারি কেইন। ইংল্যান্ডের নেতৃত্ব পেয়েছেন, সব দায়িত্বও যেন নিজের কাঁধে নিয়ে নিয়েছেন টটেনহাম হটস্পারের স্ট্রাইকার। দুই ম্যাচে ইতিমধ্যেই করে ফেলেছেন হ্যাটট্রিকসহ ৫ গোল। তার দুরন্ত পারফরম্যান্সে ভর করেই পানামাকে ৬-১ গোলে উড়িয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে থ্রি লায়ন্সরা, যেটি কিনা বড় কোনো টুর্নামেন্টে ইংল্যান্ডের সবচেয়ে বড় জয়।

হ্যারি কেইনের কপালটাও ভালো বলতে হবে। পানামার বিপক্ষে তিন গোলের দুইটিই তিনি করেছেন পেনাল্টি থেকে। একটি তো লফটাস-চেকের শট থেকে হঠাৎ তার পায়ে লেগে গোল হয়ে যায়। তবে পেনাল্টিকেও খুব সহজ কাজ মানতে নারাজ সাউথগেট। ইংলিশ কোচ বলেন, 'আপনারা এটাকে সহজ বলতে পারেন। তবে এটা (প্রথমটা) নেয়ার আগে তাকে যতটা সময় অপেক্ষা করতে হয়েছে, যত চাপ নিতে হয়েছে। তারপর সেখানে মনোযোগ রাখা, আবারও শুরু করা। আবারও মনোযোগ দেয়া। এসব কিছুর জন্য যে মানসিক শক্তি দরকার হয়, সেটা তার আছে।'

কেইনের যে গুণাবলি আছে, সেটির সঙ্গে আর কাউকে তুলনায় আনতে চান না সাউথগেট। সাফ জানিয়ে দিলেন, বিশ্বকাপের মতো টুর্নামেন্টে আর কারও সঙ্গে কেইনকে বদলানোর সুযোগ নিতেন না তিনি, 'দেখুন, সে এখানে কি খেলছে। সে তো সবার উপরে আছে। আমি টুর্নামেন্টের কোনো নাম্বার নাইনের সঙ্গে তাকে বদলাব না। আপনারা জানেন, যখন সে সুযোগ পায় প্রতিপক্ষকে শেষ করে দেয়। সুযোগ কাজে লাগানোর সামর্থ্যে আপনি তার উপর নির্ভার থাকতে পারেন।'

এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।