সাম্পাওলির সঙ্গে ঝগড়া নেই মেসিদের

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:৫৫ এএম, ২৫ জুন ২০১৮

ক্রোয়েশিয়ার বিপক্ষে ০-৩ ব্যবধানে হেরেই টালমাটাল অবস্থায় আর্জেন্টিনা। বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচ হেরে মেসিদের বিশ্বকাপ স্বপ্ন সুতোয় ঝুলছে। শেষ ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষে জয়ই পারে মেসিদের পরের রাউন্ডে ওঠাতে। কিন্তু সাম্পাওলির সঙ্গে খেলোয়াড়দের বাদানুবাদের গুঞ্জন ফুটবল পাড়ায় এখনো তরতাজা ইস্যু। সেই গুঞ্জনকে এক তুড়ি মেরে উড়িয়ে দিলেন আর্জেন্টাইন মিডফিল্ডার হাভিয়ের মাচেরানো। কোচের সঙ্গে এই রকমের কোনো কিছুই হয়নি বলে জানান সাবেক এই বার্সা তারকা।

নাইজেরিয়ার বিপক্ষে শেষ ম্যাচকে সামনে রেখে এক সংবাদ সম্মেলনে মাচেরানো বলেন, ‘কোচের সঙ্গে আমাদের সম্পর্ক একদমই সাধারণ। কৌশলগত দিক দিয়ে বর্তমান পরিস্থিতিটা একদম জটিল। এটা হাস্যকর কথা নয়। আমাদের একত্র হতে হবে। নিজেদের মতামত দিতে হবে, কোনটা করলে দলের সবচেয়ে উপকার হয় সেটি ভাবতে হবে। কোচিং স্টাফের সবার সঙ্গেই আমাদের সম্পর্ক যথেষ্ট ভালো। অবশ্যই, যদি আমরা খারাপ কিছু অনুভব করি তাহলে প্রতিবাদ করবো, তা না হলে অযথাই এমন কথা ছড়ানোটা প্রতারকের মতো কাজ হবে। আমরা কি অপ্রস্তুত হয়ে ম্যাচটি খেলতে নামবো? এতে দলটাই ক্ষতিগ্রস্ত হবে।’

ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের পর এমন কথাও ছড়িয়েছে যে, সাম্পাওলিকে ছাঁটাই করা হতে পারে। কোচ সম্পর্কে বর্তমানে চায়নাতে হেবাইর ফরচুন ক্লাবে খেলা মাচেরানো বলেন, ‘দলটা কাদের? কোচকে জিজ্ঞেস করুন। সেই বলবে আমাদেরই। কেউই তাকে কিছু বলেনি। আমি বুঝলাম না, কীভাবে এবং কেন এই ব্যাপারটি আসলো। কিন্তু এটা হয়েই যাচ্ছে দিনের পর দিন।’

নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচ সম্পর্কে মাচেরানো বলেন, ‘আমরা পরের ম্যাচে চোখ রাখতে চাচ্ছি। আমাদের সামর্থ্যের যতটুক সম্ভব আমরা চেষ্টা করে যাব। আপনারা যা বলছেন, ব্যাপারটা তেমন নয়। আমরা দলের প্রতি দায়িত্বশীল এবং বিশ্বকাপ শেষেও আমাদের যেকোনো কাজের জন্য আমরা দায়ী থাকব। এটাই আমাদের শেষ কথা।’

আরআর/ওআর

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।