‘মরক্কোর বিপক্ষে ম্যাচটি স্পেনের মরণফাঁদ’

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১:২৮ পিএম, ২৪ জুন ২০১৮

ব্রাজিল বিশ্বকাপে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হয়ে খেলতে এসে প্রথম রাউন্ড থেকেই বাদ পড়েছিল ২০১০ সালের চ্যাম্পিয়ন দল স্পেন। ফলে রাশিয়া বিশ্বকাপটি তাদের জন্য শিরোপা পুনরুদ্ধার মিশন। এখানেও শুরুটা তেমন ভাল হয়নি স্পেনের। গ্রুপ পর্বের শেষ ম্যাচ দিয়ে নিশ্চিত হবে স্প্যানিশদের দ্বিতীয় রাউন্ডের টিকিট।

নিজেদের প্রথম ম্যাচে পর্তুগালের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করে স্পেন, পরে ইরানের বিপক্ষে পায় কষ্টার্জিত ১ গোলের জয়। ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষেই। তবু নিশ্চিত নয় তাদের দ্বিতীয় পর্বের টিকিট। শেষ ম্যাচে মরক্কোর বিপক্ষে পা হড়কালেই ঘটে যাবে অঘটন।

মরক্কো গ্রুপের সবচেয়ে দুর্বল দল হলেও তাদের ব্যাপারে বেশ সতর্ক স্প্যানিশ কোচ ফার্নান্দো হিয়েরো। এই ম্যাচটি তার দলের জন্য মরণফাঁদ হিসেবে উল্লেখ করেন তিনি। অনুশীলনের ফাঁকে সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে তিনি বলেন, ‘অভিজ্ঞতা বলছে যে এমন ম্যাচগুলো সবসময় মরণফাঁদ হিসেবে কাজ করে।’

এর কারণ হিসেবে হিয়েরো বলেন, ‘এসব ম্যাচে আপনি এমন এক দলের বিপক্ষে খেলেন যাদের সামনে জেতার কিছু নেই। এসব ম্যাচে খেলোয়াড়রা সবসময় নিজের সাফল্যের পেছনে ছুটতে চায়। আমরা যদি এই ম্যাচ জিততে চাই, তাহলে অবশ্যই অন্যান্য সব ম্যাচের মতোই সমান গুরুত্ব দিয়ে খেলতে হবে।’

এসএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।