আবেগে কাঁদলেন নেইমার

রফিকুল ইসলাম
রফিকুল ইসলাম রফিকুল ইসলাম , বিশেষ সংবাদদাতা সেন্ট পিটার্সবার্গ, রাশিয়া থেকে
প্রকাশিত: ১২:১৬ এএম, ২৩ জুন ২০১৮

প্রথমে দুই হাত মুখে চাপলেন। কান্না লুকাতে পারলেন না। হাঁটু গেড়ে মাঠের মাঝখানেই বাচ্চাদের মতো হাউমাউ করে কাঁদতে থাকলেন ব্রাজিলিয়ান সুপারস্টার। দলের অন্যরা যখন প্রথম জয়ের আনন্দ উদযাপন করছেন তখন মাঝবৃত্তের পাশেই একাকী কাঁদছেন নেইমার।

সতীর্থদের সেদিকে চোখ পড়ার পরই প্রথমে গ্যাবরিয়েল হেসুস দৌডে গিয়ে নেইমারকে তোলার চেষ্টা করলেন। পারলেন না। পরে যোগ দিলেন ফিরমিনো, কৌতিনহোসহ আরও কয়েকজন; কিন্তু নেইমার তাদের বুকে মুখ রেখেও কাঁদলেন কিছু সময়।

প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের সঙ্গে ১-১ গোলে ড্রয়ের পর দেশে প্রচণ্ড সমালোচনা হয়েছে তার। বিশেষ করে চুলের ছাঁট নিয়ে তাকে অনেক কথাই শুনতে হয়েছে। দ্বিতীয় রাউন্ডে যেতে সেন্ট পিটার্সবার্গে নেইমারদের সামনে জয়ের বিকল্প ছিল না। এমনকি এ ম্যাচে তিনি খেলবেন কি না তা নিয়েও ছিল অনিশ্চয়তা। তিনি নিজের মতোই খেলেছেন, গোলও করেছেন। তাই তো জয়ের পরও আবেগে কান্না ধরে রাখতে পারেননি পিএসজির এ সুপারস্টার।

আরআই/আইএইচএস/ওআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।