‘মেয়েদের মতো কাঁদছিল আর্জেন্টাইনরা’

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৭:০২ পিএম, ২২ জুন ২০১৮

ক্রোয়েশিয়ার কাছে ৩-০ গোলে বিধ্বস্ত হওয়ার পর সারা বিশ্বই সমালোচনায় মেতে উঠেছে আর্জেন্টিনার। সাবেক এবং বর্তমান ফুটবলাররাও তুমুল সমালোচনা করছেন মেসিদের। আর্জেন্টিনার ভেতর থেকে শুরু করে সারা বিশ্ব- কোথাও থেমে নেই এই সমালোচনার মাত্রা। এবার আর্জেন্টাইনদের সমালোচনায় মাতলেন ক্রোয়েশিয়ান ডিফেন্ডার সিমে ভ্রাসালকো।

বৃহস্পতিবার রাতে আর্জেন্টিনাকে ৩-০ গোলে বিধ্বস্ত করে তার দল ক্রোয়েশিয়া। আনতে রেবিক, লুকা মদ্রিচ আর ইভান রাকিটিচের গোলে শেষ ষোলয় এখন ক্রোয়াটরা। মেসিদের এভাবে বিধ্বস্ত করে দ্বিতীয় রাউন্ডে ওঠায় গোটা ক্রোয়েশিয়ান শিবিরেই বইছে আনন্দের বন্যা। তবে এর ফাঁকে পুরো আর্জেন্টিনা দল আর কোচকেও এক হাত নিতে ভুললেন না সিমে ভ্রাসালকো।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে আর্জেন্টিনা কোচ হোর্হে সাম্পাওলি বলেছিলেন, ‘আর্জেন্টিনা কিছুটা প্রভাব বিস্তার করেও খেলেছিল।’

সাম্পাওলির এমন কথায় যেন আরও চটিয়ে দিয়েছে ভ্রাসালকোকে। ক্রোয়েশিয়ান মিডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি ঠিক জানি না, সে (সাম্পাওলি) ঠিক কোন ম্যাচ দেখেছে। তবে আমি দেখেছি আর্জেন্টাইনরা মাটিতে পড়েছিল আর মেয়েদের মত কাঁদছিল। আর আমরা তাদের চেয়ে বেশি বদ্ধপরিকর, ভাল আর বেশি সুযোগ তৈরি করেছিলাম। এখন যদি তারা পরের পর্বে যেতেও চায় তবে তাদের নাইজেরিয়ার সাথে ভাল তো করতেই হবে, সাথে সাথে ভাগ্যবিধাতার করুণাও লাগবে।’

এসএস/আইএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।