একটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫:১৪ পিএম, ২২ জুন ২০১৮

প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে ড্র। কোস্টারিকার বিপক্ষে আজকের ম্যাচটি তাই ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে ব্রাজিলের জন্য, যে ম্যাচে একটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

হট ফেবারিট ব্রাজিল প্রথম ম্যাচেই খেয়েছে ধাক্কা। সুইসদের কাছে ১-১ গোলে ড্র করেছে। কোস্টারিকা অবশ্য প্রথম ম্যাচে হেরেই শুরু করেছে। সার্বিয়ার কাছে ১-০ গোলের পরাজয় দেখেছে তারা।

এদিকে, গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে দলে একটি পরিবর্তন এনেছে ব্রাজিল। ইনজুরির কারণে বাদ পড়েছেন দানিলো। তার জায়গায় একাদশে এসেছেন ফ্যাগনার।

ব্রাজিল একাদশ : অ্যালিসন (গোলরক্ষক), থিয়াগো সিলভা (অধিনায়ক), মিরান্ডা, মার্সেলো, ফ্যাগনার, কাসিমিরো, কৌতিনহো, পউলিনহো, উইলিয়ান, গ্যাব্রিয়েল হেসুস, নেইমার।

কোস্টারিকা একাদশ : কেইলর নাভাস (গোলরক্ষক), জনি অ্যাকোস্টা, গিয়ানসারলো গঞ্জালেজ, অস্কার দুয়ার্তে, ব্রায়ান অভিয়েদো, ক্রিশ্চিয়ান গ্যাম্বোয়া, সেলসো বোর্গেস, ব্রায়ান রুইজ (অধিনায়ক), ডেভিড গুজম্যান, ইয়োহান ভেনেগাস, মার্কো ইউরেনা।

এমএমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।