নেইমারকে অন্যায় আক্রমণ করবে না কোস্টারিকা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪:৫১ পিএম, ২২ জুন ২০১৮

শুরুটা প্রত্যাশামত হয়নি। হট ফেবারিট ব্রাজিল সুইজারল্যান্ডের সাথে ১-১ গোলে ড্র করেছে প্রথম ম্যাচে। সে ম্যাচে পয়েন্ট হারানোর অন্যতম কারণ ছিলো নেইমারের অনুজ্জ্বল পারফরম্যান্স। সদ্য চোট থেকে সেরে উঠা নেইমারকে সেদিন ফাউলও করা হয়েছিলো ১০ বার, যা কিনা বিশ্বকাপে কোন খেলোয়াড়কে সবচেয়ে বেশি করা ফাউলের রেকর্ড।

ব্রাজিলের পরবর্তী ম্যাচ কোস্টারিকার বিপক্ষে। শুক্রবার সেন্ট পিটেসবার্গে নামবে দুই দল। এ ম্যাচে নেইমারকে অযথা ফাউলের শিকার হতে হবে না বলে আশ্বাস দিলেন কোস্টারিকার কোচ অস্কার রামিরেজ।

প্রথম ম্যাচে নেইমারের উপর যে অন্যায় আক্রমণ হয়েছে সেটা স্বীকার করে নিলেন রামিরেজ। এবার সেটা হবে না বলেই বিশ্বাস তার, ‘নেইমার খুবই স্কিলড একজন খেলোয়াড় এবং এটা সত্যি যে আমরা দেখেছি, অন্যরা কিভাবে তাকে আক্রমণাত্মকভাবে আটকানোর চেষ্টা করেছে। আমাদের নিজস্ব ধারা আছে এবং আমরা দেখবো কি হয়। আমরা দেখবো। সম্ভবত আমরা তাকে দুইজন দিয়ে আটকে রাখবো। কিন্তু আমরা তার বিপক্ষে কোন অন্যায় আক্রমণ দেখতে চাই না। আমার খেলোয়াড়েরা জানে কি করতে হবে।’

ডিকেটি/এমএমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।