নেইমার স্বার্থপর নয় : ব্রাজিল কোচ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩:৫১ পিএম, ২২ জুন ২০১৮

বিশ্বকাপের শুরুটা ভালো হয়নি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের। প্রথম ম্যাচেই সুইজারল্যান্ডের সাথে ১-১ গোলে ড্র করেছে সেলেসাওরা। সে ম্যাচে অযথাই নিজের কাছে বল রেখে বল হারাতে দেখা গেছে নেইমারকে। এরপরই অনেকে অভিযোগ করেছেন সেদিন নেইমার মাঠে স্বার্থপরতার পরিচয় দিয়েছেন।

এরপর গুজব চাউর হয়, ব্রাজিল কোচ তিতেও নাকি নেইমারকে মাঠে স্বার্থপরতা কমাতে বলেছেন। তবে সে গুজব উড়িয়ে দিয়েছেন তিতে। নেইমারের স্বাভাবিক খেলাই পছন্দ তার। তাতে বাধ দিতে চান না তিনি।

নেইমারকে স্বার্থপর বলার গুজব নিয়ে তিতে বলেন, ‘এটা হয়নি। আপনাদের কাছে যে তথ্য রয়েছে, তা সত্যি নয়। দলগতভাবে খেলা সবার দায়িত্ব। কিন্তু একক খেলাটাও গুরুত্বপূর্ণ। আমি নেইমারের বিশেষত্ব কেড়ে নিতে যাচ্ছি না। আমি তার খেলা বদলাতে বলবো না।’

এমএমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।