তবু আশাবাদী আগুয়েরো!

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:৪৪ এএম, ২২ জুন ২০১৮

ভঙ্গুর ডিফেন্স আর ফিনিশারদের ব্যর্থতায় চলতি বিশ্বকাপে এখনো পর্যন্ত মাত্র ১টি গোল করতে পেরেছে আর্জেন্টিনা। বিপরীতে নিজেদের জালে বল ঢুকেছে ৪ বার। এর মধ্যে আবার ক্রোয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলের পরাজয়ে অনেকটাই নিশ্চিত হয়েছে আর্জেন্টিনার প্রথম রাউন্ড থেকে বাদ পড়া। তবু হাল ছাড়তে রাজি নন আর্জেন্টিনার ফরোয়ার্ড সার্জিও আগুয়েরো।

ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচে খুব ভাল খেলতে পারেননি আগুয়েরো নিজেও। ক্রোয়েশিয়ার রক্ষণে হানা দেয়া কিংবা মেসি-মেজাকে পাস দেয়ার কাজটা ঠিকঠাক হয়নি তাকে দিয়ে। ফলে ৫৫ মিনিটেই আগুয়েরোকে বেঞ্চে ডেকে নেন আর্জেন্টিনার কোচ হোর্হে সাম্পাওলি।

আগুয়েরোর মতোই ব্যর্থ ছিল দলের বাকি ১০ জনও। এমন হতাশাজনক পারফরম্যান্সের পর আর্জেন্টিনার দ্বিতীয় রাউন্ডে না যাওয়াই হবে স্বাভাবিক ঘটনা। তবু আশার শেষ বিন্দুটাও ছাড়তে রাজি নন আগুয়েরো কিংবা সাম্পাওলি। ম্যাচ শেষে সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে আগুয়েরো বলেন, ‘এখনো একটা সুযোগ রয়েছে আমাদের। আমাদের কালকের (আইসল্যান্ড-নাইজেরিয়া) ম্যাচের ফলাফল দেখতে হবে এবং নাইজেরিয়াকে হারাতে হবে।’

একই কথা শোনা যায় আর্জেন্টাইন কোচ সাম্পাওলির মুখেও। তিনি বলেন, ‘এই ম্যাচে আমাদের পরিকল্পনা কার্যকর হয়নি। আমাদের এখন অপেক্ষা করতে হবে এবং যেটুকু সুযোগ বাকি রয়েছে তাতেই ঝাঁপিয়ে পড়তে হবে।’

এসএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।