ক্রোয়েশিয়ার বিপক্ষে আর্জেন্টিনা একাদশে তিনটি পরিবর্তন

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:১৬ পিএম, ২১ জুন ২০১৮

বিশ্বকাপে প্রথম ম্যাচে নবাগত আইসল্যান্ডের বিপক্ষে ড্র। তাই দ্বিতীয় রাউন্ডে উঠতে ক্রোয়েশিয়ার বিপক্ষে জিততেই হবে আর্জেন্টিনাকে। এই ম্যাচকে সামনে রেখে একাদশে অনেকগুলো পরিবর্তন এনেছেন আর্জেন্টাইন কোচ হোর্হে সাম্পাওলি।

ডি মারিয়া, লুকাস বিলিয়ার পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন এনজো পেরেজ এবং গ্যাব্রিয়েল মার্কাদো। তাছাড়া মার্কস রোহোর পরিবর্তে দলে এসেছেন আকুনিয়া। অন্যদিকে ক্রোয়েশিয়া একই একাদশ নিয়ে খেলতে নেমেছে।

আর্জেন্টিনা একাদশ
কাবায়েরো, ওটামেন্ডি, সালভিও, মার্কাদো, তাগলিয়াফিকো, মাসেরানো, এনজো পেরেজ, আকুনিয়া, মেসি, আগুয়েরো ও মেজা।

ক্রোয়েশিয়া একাদশ
ড্যানিয়েল সুবাসিচ, ইভান স্ট্রিনিচ, ডোমাগজ ভিদা, সিমে ভ্রাসালকো, ডেজান লভরেন, মারসেলো ব্রজোভিচ, লুকা মদ্রিচ (অধিনায়ক), ইভান রাকিটিচ, আনতে রেবিক, মারিও মানজুকিচ ও ইভান পেরেসিচ।

আরআর/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।