নেইমারকে নিয়েই মাঠে নামছে ব্রাজিল

রফিকুল ইসলাম
রফিকুল ইসলাম রফিকুল ইসলাম , বিশেষ সংবাদদাতা সেন্ট পিটার্সবার্গ থেকে
প্রকাশিত: ০৮:৩৫ পিএম, ২১ জুন ২০১৮

কোটি কোটি নেইমার-ভক্তকে সুখবর দিলেন ব্রাজিলের কোচ তিতে। কোস্টারিকার বিরুদ্ধে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তিতে বলেছেন, নেইমার ইনজুরি কাটিয়ে প্রথম ম্যাচ খেলেছেন। এ ম্যাচেও খেলবেন।

বৃহস্পতিবার সেন্ট পিটার্সবার্গ স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে তিতে বলেন, ‘দ্বিতীয় ম্যাচের জন্য নেইমার পুরো ফিট। সে শুরু থেকেই থাকবে। আমরা প্রথম ম্যাচের একাদশকে অপরিবর্তিত রেখেই কোস্টারিকার বিরুদ্ধে নামবো।’

rafik

অভিজ্ঞ ডিফেন্ডার থিয়েগো সিলভাকে সঙ্গে নিয়ে সংবাদ সম্মেলন কক্ষে আসেন ব্রাজিলের কোচ। দ্বিতীয় ম্যাচে অধিনায়কের আর্মব্যান্ড পড়বেন দলটির গত বিশ্বকাপের অধিনায়ক। প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের বিরুদ্ধে অধিনায়কের দায়িত্বে ছিলেন মার্সেলো। তিতের অধিনায়ক পরিবর্তনের কৌশলের অংশ হিসেবেই একেক ম্যাচে নেতৃত্বে থাকবেন একেকজন।

সংবাদ সম্মেলনের শুরুতে তিতে বলেন, ‘আমরা এখানে ভালো কিছুর জন্য এসেছি। কারণ, আমরা প্রথম ম্যাচ ভালো করতে পারিনি। দ্বিতীয় ম্যাচে আমরা আরো আক্রমণাত্মক খেলবো।’

আরআই/এমএমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।